শীত অতটা জেঁকে না বসলেও ফুটপাতে এরই মধ্যে শীতের কাপড়ের বেচা-বিক্রি শুরু হয়ে গেছে। কোর্ট মোড়, খুলনা, ১১ ডিসেম্বর
গরুর পিঠে বসেছে এক ফিঙে। আরেক শিকারি পাখি ল্যাঞ্জা লারোটার উপস্থিতি দেখে সতর্ক ফিঙে। রাজবাঁধ, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১১ ডিসেম্বর
বিজ্ঞাপন
বাড়ির উঠানে বসে চাদর তৈরির জন্য নাটাইয়ে সুতা ভরছেন আনজুয়ারা বেওয়া। বুড়ইল গ্রাম, কাহালু, বগুড়া ১১ ডিসেম্বর
বিজ্ঞাপন
নার্সারিগুলোতে শীতকালীন নানা সবজির চারা বিক্রির ধুম পড়েছে। মরিচের চারা বিক্রি করতে বীজতলা থেকে নিয়ে আসছেন এই নারী শ্রমিক। মরিচের ১০০ চারা বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর ১১ ডিসেম্বরবেলা বাড়লেও কুয়াশা কাটেনি। এর মধ্যে আলুখেতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ভিমেরগড়, মিঠাপুকুর, রংপুর, ১১ ডিসেম্বরঘন কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে সড়ক-মহাসড়কে চলাচল করছে যানবাহন। গাছপাড়া, পাবনা-ঈশ্বরদী সড়ক, পাবনা, ১১ ডিসেম্বর পাটের দাম বেড়েছে। তাই মজুতদারেরা গুদাম থেকে পাট বের করে বিক্রি করছেন। প্রতি মণ বিক্রি করছেন ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা। ফতেপুর, রংপুর, ১১ ডিসেম্বরখেজুরের রস সংগ্রহ করে বাড়ির উঠানে গুড় তৈরি করেন গাছি মাহাবুল খাঁ। প্রকারভেদে প্রতি কেজি গুড় বিক্রি করেন ১৮০ থেকে ২৫০ টাকায়। মাঝদিয়া, ঈশ্বরদী, পাবনা, ১১ ডিসেম্বরকুয়াশার চাদরে মোড়ানো শীতের সকালে হালের গরু দিয়ে জমি চাষ করছেন এক কৃষক। পিয়ারাখালী, ঈশ্বরদী, পাবনা, ১১ ডিসেম্বরপ্লাস্টিকের পাটি বিক্রি করতে বেরিয়েছেন মোস্তফা শেখ। আকারভেদে প্রতিটি প্লাস্টিকের পাটি ১০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করেন তিনি। গোয়ালচামট, ফরিদপুর ১১ ডিসেম্বর গাছে শোভা পাচ্ছে ব্রাশ ফুল। উজ্জ্বল লাল রঙের রেশমি কোমল এই ফুল। কোটবাড়ীর ক্যাডেট কলেজ আঙিনা, কুমিল্লা, ১১ ডিসেম্বরনাতিদের বায়না মেটাতে খেলনা গাড়িতে চড়িয়ে তাদের ঘোরাচ্ছেন এই ব্যক্তি। বিশ্বনাথপুর, রংপুর, ১১ডিসেম্বরবরিশালে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তাই লেপ তোশক তৈরির কাজে ব্যস্ত কারিগর। আকার ও মান অনুযায়ী লেপ বানাতে ২৫০ থেকে ৫০০ টাকা মজুরি নেন তিনি। শায়েস্তাবাদ বাজার, বরিশাল, ১১ ডিসেম্বরচাতালে ধান শুকাতে ব্যস্ত এই শ্রমিক। তালতলি, চরবাড়িয়া, বরিশাল, ১১ ডিসেম্বরবিজয় দিবসকে সামনে রেখে বিক্রেতারা জাতীয় পতাকা বিক্রি আশায় ঘুরে বেড়ায়। সেই পতাকা কিনতে এসেছে পাহাড়ি শিশুরা। রাঙ্গা পানি গ্রাম, রাঙামাটি, ১১ ডিসেম্বরকুয়াশামাখা সকালে উড়েছে শালিকের ঝাঁক। সাপছড়ি গ্রাম, রাঙামাটি, ১১ ডিসেম্বর