মেয়েকে কাঁধে নিয়ে আলুখেত দেখতে এসেছেন কৃষক তাহমিদ হোসেন। মাছহারি এলাকা, কাউনিয়া, রংপুর, ২১ ফেব্রুয়ারিডোবার পানি কমে যাওয়ার পর বড়দের সঙ্গে মাছ ধরছে একদল শিশু। নোয়াগাঁও, ধর্মপাশা, সুনামগঞ্জ, ২১ ফেব্রুয়ারিজালের ছেঁড়াফাটা অংশ মেরামত করছেন এক জেলে। মোস্তফা ডাঙ্গী এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২০ ফেব্রুয়ারিরাজশাহী ও নাটোর এলাকায় উৎপাদিত স্ট্রবেরি ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২০ ফেব্রুয়ারি