রাঙামাটির বরকল উপজেলার শিলারডাক এলাকায় পাহাড়ে ঝরনার পানিতে ভিজে আনন্দে হারিয়ে যাচ্ছে ভ্রমণপিপাসুরা। রাঙামাটি, ৮ জুলাইখেত থেকে কচুর লতি সংগ্রহ করে বাড়ি ফিরছেন কৃষক। বাতাইছড়ি, বরুড়া, কুমিল্লা, ৯ জুলাই
ডুমুরগাছের ডালে বসেছে হলদে বেনে বৌ পাখি। তংচংগ্যাপাড়া, রাঙামাটি, ৯ জুলাইরোদে ভুট্টা শুকাতে ব্যস্ত কিষানিরা। ভাওড়খোলা, মেঘনা, কুমিল্লা, ৮ জুলাই
বিজ্ঞাপন
সিলেটে সকাল থেকে প্রখর রোদ ও ভ্যাপসা গরম। গরমে ক্লান্ত হয়ে এক ব্যক্তি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছেন। কালীঘাট, সিলেট, ৯ জুলাইনদীর পাড়ে একটি খুঁটির ওপর বসে আছে মাছরাঙা পাখি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৯ জুলাই
বিজ্ঞাপন
বর্ষার নজরকাড়া নাগলিঙ্গম ফুল ফুটেছে। গুহলক্ষ্মীপুর, ফরিদপুর ৯ জুলাইপ্রখর রোদে ধানখেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। ইসলামপুর, সিলেট, ৯ জুলাইগরুকে খাওয়ানোর জন্য ঘাস কেটে কুমিল্লার লালমাই পাহাড় থেকে বাড়ি ফিরছেন খালেক মিয়া । জামমুড়া, কুমিল্লা, ৯ জুলাইজাল তৈরি করছেন এক ব্যক্তি। পীরগাছা হাট এলাকা, বগুড়া সদর, ৯ জুলাইনৌকাটি বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। এই নৌকা ১২ হাজার টাকায় বিক্রি করবেন তিনি। ইলিয়টগঞ্জ, দাউদকান্দি, কুমিল্লা, ৮ জুলাইপোলট্রি মুরগির পানির পাত্র খুচরা দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন ভ্যানচালক। গল্লামারী, খুলনা শহর, ৯ জুলাইতিস্তা নদীর পানি কমে জেগে উঠেছে চর। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ৯ জুলাইবাক্সে পানির মধ্যে জীবিত মাছ। এসব মাছ বাঁচিয়ে রাখতে সিলিন্ডার দিয়ে অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে সেখানে। দাশুড়িয়া, পাবনা-কুষ্টিয়া মহাসড়ক, পাবনা, ৯ জুলাইসিলেটে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছিল। আজ থেকে বোর্ডটিতে শুরু হয়েছে পরীক্ষা। পরীক্ষা শেষে নৌকায় করে বাড়ি ফিরছে কয়েকজন পরীক্ষার্থী; কিন্তু এই বিভাগের অনেক জায়গায় রাস্তাঘাট এখনো বন্যার পানিতে ডুবে আছে। অনেকের বাড়িঘর থেকেও পানি নামেনি। ডাকবাংলো সড়ক, জুড়ী, মৌলভীবাজার, ৯ জুলাই পদ্মায় পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। খেতের পাট তলিয়ে যাচ্ছে। তাই খেতের অপরিপক্ব পাট কেটে নিচ্ছেন কৃষকেরা। বাঘের টিলা, চর মাধবদিয়া, ফরিদপুর ৯ জুলাইজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলায় স্টল ঘুরে বিভিন্ন গাছ দেখছেন দর্শনার্থীরা। ২৪ জুলাই পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা। টাউন হল প্রাঙ্গণ, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৯ জুলাই