সন্তানসহ কারখানায় কাজ করছেন মায়েরা

ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও পণ্য পুনর্ব্যবহারের উপযোগী করে তোলা এখন বেশ লাভজনক একটি ব্যবসা। রাজধানীর লালবাগ, হাজারীবাগ ও রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় রয়েছে বেশ কিছু কারখানা। এসব কারখানার বেশির ভাগ শ্রমিকই নারী। অনেক নারী শ্রমিককে সন্তানকে সঙ্গে নিয়েই কারখানায় কাজে আসতে হয়।

কারখানায় ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও পণ্য বাছাইয়ের কাজ করছেন কয়েকজন নারী শ্রমিক।
ফেলে দেওয়া তেলের বোতল থেকে তেল সংগ্রহ করেছেন একজন নারী।
বিভিন্ন বয়সের নারীরা কাজ করেন এসব কারখানায়। অনেকে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে আসেন।
মা কাজে ব্যস্ত, পাশে বসে প্লাস্টিকের বোতল নিয়ে খেলছে এক শিশু।
কারখানায় সন্তান কোলে একজন নারী শ্রমিক।
প্লাস্টিকের এমন স্তূপের মধ্যে কাজ করতে হয় শ্রমিকদের।
শিশুদের রাখার আলাদা কোনো ব্যবস্থা নেই। মেয়েকে কোলে নিয়েই কাজ করছেন এই শ্রমিক।
সন্তানদের সঙ্গে নিয়েই কারখানায় দুপুরের খাবার খাচ্ছেন কয়েকজন নারী শ্রমিক।