একঝলক (৪ অক্টোবর ২০২৩)

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’র সীমানাপ্রাচীরে দৃষ্টিনন্দন গ্রাফিতি আঁকা হয়েছে। এতে বাংলাদেশি ও রুশ বন্ধুত্বে বদলে যাওয়া এক জনপদের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। শোভা পাচ্ছে দেশীয় সংস্কৃতি, বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক এবং বিভিন্ন শিক্ষণীয় বিষয়। দিয়াড় সাহাপুর, ঈশ্বরদী, পাবনা
ছবি: প্রথম আলো
ছাগলের পালকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন হারুন মিয়া। পাজগন্ডা এলাকা, কুমিল্লা, ৪ অক্টোবর
নীলফামারীতে বাড়ছে তিস্তা নদীর পানি। তলিয়ে যাচ্ছে গ্রামীণ সড়ক। নয়ারহাট গ্রাম, দহগ্রাম ইউনিয়ন, পাটগ্রাম উপজেলা, লালমনিরহাট, ৪ অক্টোবর
রাঙামাটি শহরে বুধবার সাপ্তাহিক হাট বসে। বিভিন্ন পণ্য বিক্রি করতে আসেন গ্রামীণ মানুষেরা। পাহাড়ের দূর এলাকা থেকে নৌপথে শহরে আসতে হয় অধিকাংশ মানুষকে। পুরান জেলেপাড়া, রাঙামাটি, ৪ অক্টোবর
পরিত্যক্ত এক সেতুর ভাঙা অংশের ওপর কোনোরকমে মাথা গোঁজার ঠাঁই তৈরি করেছিলেন এক বৃদ্ধা। পরিবারে কেউ নেই তাঁর। মানুষের কাছ থেকে চেয়েচিন্তে চলে তাঁর। এখন নদীভাঙনে এই মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে গেছে তাঁর। তেঁতুলিয়া নদী-সংলগ্ন ধানদী গ্রাম, বাউফল, পটুয়াখালী, ৪ অক্টোবর
বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনায় ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টিতে খুলনার অনেক সড়ক ডুবে গেছে। জলাবদ্ধতা থেকে বাঁচাতে স্কুলের ফিরতি পথে সন্তানকে পিঠে তুলে নিয়েছেন এক মা। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ৪ অক্টোবর
নিজের হাতের তৈরি রঙিন ডালা-কুলা, সাজি নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিক্রি করছেন মনোয়ার হোসেন। আলীপুর এলাকা, ফরিদপুর, ৪ অক্টোবর
শহরের উত্তর পাশে শান্তিবাগে মনু নদের একটি পাড়ে তৈরি হয়েছে টাইলস লাগানো হাঁটাপথ। লাগানো হয়েছে হরেক জাতের ফুল গাছ। পাড়টি এখন হয়ে ওঠছে একটি শহরের মানুষের একটুকরো ‘নিঃশ্বাসের জানালা’। মৌলভীবাজার, ৪ অক্টোবর
বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই কখনো ভারী, কখনো আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মধ্যে দুর্ভোগে পড়েছেন ফুটপাতের হকাররা। পলিথিন দিয়ে মালামাল মুড়িয়ে ক্রেতার অপেক্ষায় আছেন তাঁরা। আলীপুর এলাকা, ফরিদপুর, ৪ অক্টোবর
নৌপথে চলাচলকারী মানুষের দুঃখ কাপ্তাই হ্রদের কচুরিপানা। তিন থেকে চার মিনিটের নৌপথ পারি দিতে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। তবলছড়ি বাজার, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৪ অক্টোবর
ফোম দিয়ে বানানো পাখি ফেরি করে বিক্রি করছেন এই বিক্রেতা। প্রতিটি পাখি ২০ টাকায় বিক্রি করছেন তিনি। বন্দরের আদমপুর এলাকায়, নারায়ণগঞ্জ, ৪ অক্টোবর
গত কয়েক দিনের বৃষ্টিতে কুমিল্লা নগরের মশার উপদ্রব বেড়ে গেছে। সে জন্য সিটি করপোরেশনের কর্মীরা ফগার মেশিন দিয়ে মশা মারার ওষুধ ছিটাচ্ছেন নগরের বিভিন্ন সড়কের অলিগলিতে। ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক এলাকা, কুমিল্লা, ৪ অক্টোবর
পদ্মা নদীতে জেলেদের জালে শিকার হওয়া প্রায় ৪৫ কেজি ওজনের বাগাড় মাছটি সকালে দৌলতদিয়া ঘাট বাজারে প্রায় ৬৩ হাজার টাকায় বিক্রি হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ অক্টোবর
একসময় শিশু-কিশোরদের জনপ্রিয় খেলা ছিল লাটিম। এখন খেলনাটি প্রায় হারিয়ে যেতে বসেছে। তবু দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে পাইকারি দরে লাটিম নিয়ে যান। প্রতিটি লাটিম আকারভেদে ৪-২৫ টাকায় বিক্রি করেন। রাজগঞ্জ বাজার, কুমিল্লা, ৪ অক্টোবর
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার আমিন কলোনিতে আগুন লেগে পুড়ে যায় বেশ কিছু বসতঘর। পুড়ে যাওয়া ঘরে নিজেদের জিনিসপত্র খুঁজছেন লোকজন। আমিন কলোনি, বায়েজিদ এলাকা, চট্টগ্রাম, ৪ অক্টোবর
মিরসরাইয়ে এবার আখের ভালো ফলন হয়েছে। খেতে শেষ মুহূর্তের পরিচর্যা করছেন কৃষক মো. আবুল খায়ের। সোনাপাহাড়, মিরসরাই, ৪ অক্টোবর
মৌসুমি বায়ুর প্রভাবে সমুদ্র উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখানো হয়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ও মুষলধারে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় লোকজনকে। ডিসি হিল, চট্টগ্রাম, ৪ অক্টোবর
খাবারের খোঁজে লোকালয়ে এসে বাড়ির দেয়ালে বসে আছে একটি বানর। কাজীটুলা, সিলেট, ৪ অক্টোবর
নগরের বিভিন্ন এলাকায় ঘুরে ১০ টাকায় একটি হাওয়াই মিঠাই বিক্রি করে এ কিশোর। শিশুদের কাছে বেশ প্রিয় হাওয়াই মিঠাই। ইলেকট্রিক সাপ্লাই রোড, সিলেট, ৪ অক্টোবর
খুলনা-মোংলা রেললাইন উদ্বোধনের অপেক্ষায়। সেই রেললাইন ধরে হাঁটেন অনেকে। মোহাম্মদ নগর রেলস্টেশন, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৪ অক্টোবর
তিন দিন ধরে চলছে বৃষ্টি। বৃষ্টিতে ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছে পাখিটি। হোগলাডাঙ্গা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৪ অক্টোবর
কাজের অপেক্ষায় বসে আছেন দিনমজুরেরা। কাজ পেলে রোজগার হয়, তা দিয়েই চলে তাঁদের সংসার। কেন্দ্রীয় বাসটার্মিনাল, মানিকগঞ্জ, ৪ অক্টোবর
স্কুল ছুটি হলে চট্টগ্রাম নগরের জামালখান সড়কে যানজট লেগে থাকে। এতে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর। জামালখান মোড়, চট্টগ্রাম, ৪ অক্টোবর
সড়কের এক পাশে পার্কিং করে রাখা হয়েছে গমের একটি ট্রাক। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গম খেতে উড়ে এসেছে একঝাঁক পায়রা। সদরঘাট, চট্টগ্রাম ৪ অক্টোবর
বাজারে চাহিদা থাকায় এখন সারা বছরই পাওয়া যায় পেয়ারা। বিক্রেতা সাঈদ শেখ ৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন পেয়ারা। শহরের আলিপুর এলাকা, ফরিদপুর ৪ অক্টোবর
কারিকুলামে অন্তর্ভুক্ত ষষ্ঠ শ্রেণির জীবন-জীবিকা বিষয়ের কুকিং (ব্যবহারিক) কার্যক্রমে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ঈশান ইনস্টিটিউশন, ঈশান গোপালপুর এলাকা, ফরিদপুর, ৪ অক্টোবর
বগুড়া শহরের বনানী-রানীরহাট সড়কটি বেহাল। প্রায় ছয় মাস ধরে এই পথে যানবাহন চলাচল করতে পারছে না। দুর্ভোগ বাড়ছে ওই পথে যাতায়াতকারীদের। গণ্ডগ্রাম কলেরপাড়, শাজাহানপুর, বগুড়া, ৪ অক্টোবর