একঝলক (২০ ডিসেম্বর ২০২৪)

বিজয় দিবস উপলক্ষে স্থানীয় জেকেএস ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা। হাজার হাজার দর্শক উপভোগ করেন এই ঘোড়দৌড় । পুঁটিমারী বিল, আইজগাতী, রূপসা উপজেলা, খুলনা, ২০ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
শিকারিবাজ: তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক–ওদিক দেখে খাবার পেলেই ছোঁ মেরে তা শিকার করে লম্বা পা তিসাবাজ (Long-legged Buzzard)। এরা লম্বা পা বাজপাখি নামেও পরিচিত। পোকামাকড়, ইঁদুর, ছোট সাপ, ছোট পাখি ও সরীসৃপ–জাতীয় প্রাণী রয়েছে এদের খাদ্যতালিকায়। পদ্মার চর, কোমরপুর, পাবনা, ২০ ডিসেম্বর
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে ছুটির দিনে পর্যটকদের ভিড় বাড়ে। শীতের এই সময়ে পরিবার-পরিজন নিয়ে অনেকে ঘুরতে আসেন জাফলংয়ে। শুক্রবার ছুটির দিনে জাফলংয়ে ছিল পর্যটকদের ভিড়। জিরো পয়েন্ট, জাফলং, সিলেট, ২০ ডিসেম্বর
এখন শীতকাল চলছে। এই শীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের হিড়িক চলছে। জমজমাট ব্যবসা হচ্ছে শব্দযন্ত্রের। প্রতিদিন কোথাও না কোথাও থাকছে অনুষ্ঠান। ব্যস্ত সময় পার করছেন শব্দযন্ত্র ব্যবসায়ীরা। ছবিটি রংপুর সদর উপজেলার দক্ষিণ মমিনপুর এলাকা থেকে তোলা। ২০ ডিসেম্বর
গোধূলিবেলায় ধুলা উড়িয়ে ভেড়ার পাল নিয়ে ঘরে ফিরছেন রাখাল। সুস্বাদু মাংসের চাহিদা থাকায় ভেড়া পালন বেশ লাভজনক। তাই গ্রামাঞ্চলে অনেকে বাড়িতেই ভেড়া পালন করেন এখন। পদ্মাঘাট, পাবনা, ২০ ডিসেম্বর
পূর্বঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের বহিরাগত যানবাহন চলাচল সীমিত করায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষেরা। শাহবাগ, ঢাকা, ২০ ডিসেম্বর
বাংলাদেশ বৈজ্ঞানিক যন্ত্রপাতি বণিক সমিতির নির্বাচন উপলক্ষে ফুটপাতের ওপর যত্রতত্রভাবে লাগানো হয়েছে পোস্টার। হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা, ২০ ডিসেম্বর
নাগরিক উদ্যোগ আয়জিত দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’ যান উপদেষ্টা ফরিদা আখতারসহ অন্যরা। মেলা উদ্বোধনের পর স্টল ঘুরে দেখেন তাঁরা। বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজ, মিরপুর ১৩, ঢাকা, ২০ ডিসেম্বর
ঢাকার বায়ুর মান সব সময়ই অস্বাস্থ্যকর। সড়কের পাশে থাকা গাছের পাতাগুলোর সবুজ রং ঢাকা পড়েছে ধুলায়। মোহাম্মদপুর বেড়িবাঁধ, ঢাকা, ২০ ডিসেম্বর
নতুন বই: প্রতিবার বছরের প্রথম দিনেই বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। তাই বিভিন্ন এলাকায় চলে সেই আসছে সেই নতুন বই। ইছামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধানগর, পাবনা, ২০ ডিসেম্বর
সাপ্তাহিক ছুটির দিনে রাঙামাটি শহরের পলওয়েল পার্ক এলাকায় কাপ্তাই হ্রদে পর্যটকদের কায়াকিং ভ্রমণের ঢল নেমেছে। রাঙামাটি, ২০ ডিসেম্বর
পৌষ মাস হলেও রোদের বেশ তাপ। তাই মাটির হাঁড়ি তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন এই নারী। পালপাড়া, রংপুর, ২০ ডিসেম্বর
হাঁসের দল নিয়ে বিলের দিকে যাচ্ছেন ভরসা মিয়া। হাঁসের খামার করেন ৩০ বছর ধরে। এই খামার দিয়েই চলে তাঁর সংসার। কামদেবপুর, রংপুর, ২০ ডিসেম্বর
গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজতি ‘৭১ থেকে ২৪ বিজয়ের লড়াই’ শীর্ষক’ পদযাত্রা। বক্তব্য দেন অধ্যাপক আনু মোহাম্মদ। কেন্দ্রীয় শহীদ মিনার, ২০ ডিসেম্বর
সুলতানা কামাল সেতুর বিভিন্ন অংশের সংযোগস্থলের রাবার উঠে গেছে। এতে আস্তর উঠে গিয়ে তৈরি হয়েছে ফাঁকা জায়গা। ডেমরা, ঢাকা, ২০ ডিসেম্বর
বেপরোয়া গতির এক লঞ্চের ধাক্কায় ঘাটের পল্টুনটি ভেঙে ডুবে রয়েছে বেশ কয়েক মাস ধরে। এতে এ ঘাটের আশপাশে চলাচলে ভোগান্তিতে মাঝিরা। ফরাশগঞ্জ ঘাট, ২০ ডিসেম্বর