খাবারের সন্ধানে ধানখেতে দুটি মুনিয়া পাখি। গাড়ারণ, শ্রীপুর, গাজীপুর, ৫ জুন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা। নওয়াববাড়ী মোড়, বগুড়া, ৫ জুন
বিজ্ঞাপন
হাওরের পানিতে মাছ শিকারের চেষ্টায় একটি সাদা বক। দক্ষিণ সুরমার মেদি হাওর, সিলেট, ৫ জুন
বিজ্ঞাপন
বাঁশ ও বেত দিয়ে তৈরি মোড়া বিক্রির জন্য ভ্যানে করে দোকানে নিয়ে যাওয়া হচ্ছে। কিনব্রিজ এলাকা, সিলেট, ৫ জুনগরমে ক্লান্ত এক চালক নিজের রিকশার পাশে ঘুমিয়ে পড়েছেন। কিনব্রিজ এলাকা, সিলেট, ৫ জুনগাছে ঝুলছে থোকা থোকা হরবড়ই। কৃষি গবেষণাকেন্দ্র, কাপ্তাই, রাঙামাটি, ৫ জুনগরমে বেড়েছে ছাতার ব্যবহার। পুরোনো ছাতা মেরামত করছেন এক ব্যক্তি। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ৫ জুনআম সাজিয়ে রাখছেন দোকানিরা। সার্কিট হাউসের সামনের সড়ক, বগুড়া, ৫ জুন‘রঙিন ফলে বর্ণিল উৎসব, ফলে ফলে মধু মাস উদ্যাপন’ এই প্রতিপাদ্যে ফল খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। কে এম মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ফরিদপুর বাজারের থানাপাড়া রোডের স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাস থেকে বিভিন্ন ফলের ডালা নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা বাজার, ফরিদপুর, পাবনা, ৫ জুন সার্কাসের হাতি দিয়ে সড়কে যানবাহন থামিয়ে টাকা তুলছেন মাহুত। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৫ জুন ‘মেছো ভূত মাছ চায়, না পেয়ে প্লাস্টিক খায়’ লেখার পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটি মেছো ভূত। প্রতীকীভাবে প্লাস্টিক বর্জ্যের ক্ষতির বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ঈশ্বরদী পৌরসভা প্রাঙ্গণে প্লাস্টিক বর্জ্য দিয়ে দৈত্যের ভাস্কর্য তৈরি করা হয়েছে। পরিবেশদূষণ প্রতিরোধে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহযোগিতায় এমন বেশ কিছু জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন (রোসাটম)। পৌরসভা চত্বর, ঈশ্বরদী, পাবনা, ৫ জুন‘প্লাস্টিক দূষণের সমাধান’ বিষয়ে দাশুড়িয়া এম এম উচ্চবিদ্যালয়ে শিক্ষামূলক অনুষ্ঠান শেষে দাশুড়িয়া মোড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় শিক্ষার্থীরা। দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ৫ জুন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় একটি বহুজাতিক কোম্পানির পক্ষ থেকে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বাস টার্মিনাল এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ৫ জুনগ্রীষ্মের এই খরতাপ ও অসহনীয় গরমে চলতি পথে চোখ জুড়ায় কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার লাল রঙে রঙিন হয়ে উঠেছে গাছটি। আলমপুর এলাকা, সিলেট, ৫ জুন
সংস্কার করা খালটি রক্ষণাবেক্ষণের অভাবে মশার প্রজননস্থলে পরিণত হচ্ছে। প্লাস্টিক বর্জ্য ও ময়লা-আবর্জনায় ছেয়ে আছে খালের পানি। কাশীপুরের বাংলাবাজার এলাকা, নারায়ণগঞ্জ, ৫ জুন