একঝলক (১ জানুয়ারি ২০২৫)

শীতকালীন সবজির দাম বেশ কমে গেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। আবদুল হামিদ সড়ক, পাবনা
ছবি: হাসান মাহমুদ
নতুন বই পেয়ে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের খুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আজিমপুর, ঢাকা, ১ জানুয়ারি
শীতের সকালে সড়কের ধারে খেজুরের রস খাচ্ছেন দুই ব্যক্তি। অভিরাম, রংপুর, ১ জানুয়ারি
নতুন বই দেখছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজিমপুর, ঢাকা, ১ জানুয়ারি
উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়ছে। ঠান্ডায় জবুথবু হয়ে বসে আছেন ছিন্নমূল এক ব্যক্তি। সাতমাথা এলাকা, বগুড়া, ১ জানুয়ারি
খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপনে আতশবাজি নিষিদ্ধ করেছিল পুলিশ। তা সত্ত্বেও আতশবাজি ফাটানো হয়। রায় সাহেব বাজার, ঢাকা, ১ জানুয়ারি
পৌষের হাড়কাঁপানো শীতের সকালে ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছে একটি পরিবার। করতোয়া সেতু, পঞ্চগড়, ১ জানুয়ারি
নতুন বছরের প্রথম দিন বাসা বদল করছে একটি পরিবার। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১ জানুয়ারি
নতুন সম্ভাবনা নিয়ে নতুন বছরের সূর্যোদয়। বাওশা, চাটমোহর, পাবনা
কোমর তাঁতে পিনন (দোপাট্টা) বুনছেন এক পাহাড়ি নারী। বোদিপুর, রাঙামাটি, ১ জানুয়ারি
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের নেতা–কর্মীরা মুক্তিযোদ্ধার সাজে সেজেছেন। আলতাফুন্নেছা খেলার মাঠ, বগুড়া, ১ জানুয়ারি
তালগাছে বাসা বুনছে বাবুই পাখি। কাটাছড়ি, রাঙামাটি, ১ জানুয়ারি
রংবেরঙের বেলুন নিয়ে বেরিয়েছেন এই বিক্রেতা। ধরনভেদে প্রতিটি বেলুনের দাম ১০০ ও ২০০ টাকা। জিন্দাবাজার, সিলেট, ১ জানুয়ারি
ইঞ্জিনচালিত ভ্যানে আনা ধানভর্তি বস্তা মোকামে নিচ্ছেন এক শ্রমিক। ছলিমপুর, কলাপাড়া, পটুয়াখালী, ১ জানুয়ারি
বছরের প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পেয়েছে। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত এক শিশু নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছে। চরমাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর, ফরিদপুর, ১ জানুয়ারি
বালু-নুড়ি-পাথরের ওপর এসে বসেছে দুটি প্রজাপতি। চৌধুরীছড়া মুখ, রাঙামাটি, ১ জানুয়ারি
হালি পেঁয়াজ রোপণের মৌসুম শুরু হয়েছে। খেত প্রস্তুত শেষে দলবেঁধে হালি পেঁয়াজ রোপণ করছেন কৃষকেরা। আদমপুর, ফরিদপুর, ১ জানুয়ারি
কুয়াকাটা সমুদ্রসৈকতে জাল দিয়ে মাছ ধরছেন কয়েকজন। কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী, ১ জানুয়ারি
ফারিন ও ফারিহা দুই যমজ বোন। তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়ে বছরের প্রথম দিন বিদ্যালয়ে এসেছে তাদের নানির সঙ্গে। বিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি ধরে রাখতে মুঠোফোনে তাদের ছবি তুলছেন নানি। বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ১ জানুয়ারি