টকটকে লাল রসকো ফল। অনেকে এটিকে রক্তফল নামেও ডাকে। প্রতি কেজি ফল ২৫০ টাকা করে বিক্রি হচ্ছে। বনরূপা, রাঙামাটিগাড়িতে আসন না পেয়ে ট্রাকে করে বাড়িতে ফিরছেন অনেকে। ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক, চন্দ্রা এলাকা, গাজীপুর
বিজ্ঞাপন
ঘুড়ি ওড়াতে মাঠের দিকে যাচ্ছে এই কিশোর। পায়রাবন্দ এলাকা, মিঠাপুকুর, রংপুর
বিজ্ঞাপন
বাঁশের তৈরি গৃহস্থালি পণ্য বিক্রি করছেন এই ব্যক্তি। প্রতিটি পণ্য প্রকারভেদে ৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গাজীখাঁ এলাকা, পীরগঞ্জ, রংপুরলাগেজ নিয়ে ফেরি থেকে নামতে গিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়েছে অটোরিকশাটির। ৭ নম্বর ফেরিঘাট, দৌলতদিয়া চৈত্রের প্রখর রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। রোদ আর গরমে ঘেমে একাকার রিকশাচালক। জিন্দাবাজার, সিলেটঈদের জামাতের জন্য ঈদগাহ ময়দানে শামিয়ানা টানানো হচ্ছে। সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বগুড়াবিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বেতফল। বন্দরবাজার, সিলেটঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট নেই। সড়কের নিরাপত্তায় তৎপর পুলিশ। আলেখারচর এলাকা, কুমিল্লা