একঝলক (২২ ডিসেম্বর ২০২৪)

আকাশে মেঘের ছোটাছুটি।  এমন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে জুমচাষে বেরিয়েছেন এই কৃষক। লুম্বিনী পাহাড়, রাঙামাটি, ২২ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
আমন ধান কাটা হয়ে গেছে । সেখানে ফুটবল খেলায় মেতেছে দুরন্ত শিশু- কিশোরেরা । পদ্মপাড়া , গাবতলী , বগুড়া, ২২ ডিসেম্বর
ফাঁদ ( ডারকি) নিয়ে মাছ শিকারে যাচ্ছেন এই ব্যক্তি। রানীর পাড়া, গাবতলী, বগুড়া, ২২ ডিসেম্বর
নৌকা নিয়ে বিলে কাজ করতে যাচ্ছেন এক মৎস্যজীবী। পাতলা, তেরখাদা, খুলনা, ২২ ডিসেম্বর
পৌষের রোদমাখা সকালে লাটিম নিয়ে খেলায় মেতেছে শিশু। উত্তম বানিয়াপাড়া, রংপুর, ২২ ডিসেম্বর
সকালে  বাড়ির সামনে দিয়ে যাচ্ছে হাওয়াই মিঠাইওয়ালা। শিশুটিও কিনে নিচ্ছে হাওয়াই মিঠাই। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ২২ ডিসেম্বর
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ভিড়। লাবণী বিচ পয়েন্ট, কক্সবাজার, ২২ ডিসেম্বর
জমির মাঝখানে বোরো ধানের বীজতলা বোনা হয়েছে। এসব বীজতলা পাখিরা দল বেঁধে এসে খেয়ে ফেলে। পাখিদের তাড়াতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বাচ্ছুরি শুকনা বিল, রাঙামাটি, ২২ ডিসেম্বর
বোরো ধানের চারা রোপণের আগে জমির উর্বরতা বাড়ানোর জন্য সার ছিটিয়ে দিচ্ছেন কৃষক। লাকুটিয়া, কাশিপুর, বরিশাল, ২২ ডিসেম্বর
ভাতা বাড়ানোর দাবিতে রংপুর মেডিকেল কলেজ চত্বরে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেন। মেডিকেল কলেজের প্রধান ফটক, রংপুর, ২২ ডিসেম্বর
ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের পন্টুনে আটকে যায় সুতাবোঝাই একটি কাভার্ড ভ্যান। অল্পের জন্য রক্ষা পান ভ্যানের চালক ও সহকারী। ১০ ঘণ্টা পর গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। এরপর আবার চালু করা হয় ঘাট। ৭ নম্বর ফেরিঘাট, দৌলতদিয়া, রাজবাড়ি, ২২ ডিসেম্বর
গরু–ছাগল নিয়ে গ্রামের মেঠো পথ ধরে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। খিদ্রপেড়ি, গাবতলী, বগুড়া, ২২ ডিসেম্বর
রাজধানীতে বাড়ছে শীত। এরই মধ্যে খোলা আকাশের নিচে পোষা কুকুরকে কম্বলের ভেতরে নিয়ে শুয়ে আছেন হকার মো. মহসিন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২২ ডিসেম্বর
চট্টগ্রাম নগরে আশঙ্কাজনকভাবে বাড়ছে বায়ুদূষণ। গাড়ির ধোঁয়া ও সড়কের ধুলার জন্য চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। সদরঘাট, চট্টগ্রাম, ২২ ডিসেম্বর
সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন করেন মুক্তিধাম লালন আশ্রম ও লালন একাডেমির সদস্যরা। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ২২ ডিসেম্বর