কাজের খোঁজে হাটে এসে বসে আছেন এক দিনমজুর। ২৩ সেপ্টেম্বর, কলোনি এলাকা, বগুড়া
বিজ্ঞাপন
খেত থেকে সবজি তুলে নৌকায় বাড়ি ফিরছে একটি পরিবার। ২৩ সেপ্টেম্বর, আমতলা, তেরখাদা, খুলনাগণতন্ত্রের দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। ২৩ সেপ্টেম্বর, সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়বৈরী আবহাওয়ায় পদ্মার পাড়ে জেলে নৌকাগুলো নোঙর করে রাখা হয়েছে। এই অবসরে কেউ কেউ জাল মেরামত করে নিচ্ছেন। ২৩ সেপ্টেম্বর, বাহির চর দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ীসিলেট থেকে জীবিকার তাগিদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখারা এলাকায় কুঁচিয়া শিকার করতে এসেছেন বিশ্বজিৎ সরকার। কুঁচিয়া শিকার করতে ব্যবহার করবেন কাঁধে ঝুলে থাকা এসব ফাঁদ। আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ২৩ সেপ্টেম্বরচর থেকে ঘাস কেটে সাইকেলে নিয়ে বাড়ি ফিরছেন একদল মানুষ। পূর্ব ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২৩ সেপ্টেম্বরবড়শির সঙ্গে কেঁচো গেঁথে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন কাশেম সরদার। এসব বড়শি জলাশয়ে ভাসিয়ে রাখলে কেঁচো খেতে এসে মাছ আটকে থাকে। বছরের অন্য সময় মাঠে কৃষিকাজ করলেও বর্ষার মৌসুমে মাছ শিকার করেন তিনি। রাখালগাছি, মালিগাছা, পাবনা, ২৩ সেপ্টেম্বরগবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন গৃহস্থ। সংকরদহ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৩ সেপ্টেম্বরবাড়ির পাশে বর্ষার পানিতে পাতা হয়েছে ধর্মজাল। কিছুক্ষণ পরপর জাল তুলে মাছ শিকার করছে এক কিশোর। নতুন বাঙ্গাবাড়ি, মালিগাছা, পাবনা, ২৩ সেপ্টেম্বরচারদিকে এখন শরতের কাশফুল। কাশফুলের বাগানে ঢুকে ছবি তুলছে দুই কিশোর। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২৩ সেপ্টেম্বরবৃষ্টিতে আবারও তিস্তা নদীতে পানি বেড়েছে। সেই পানিতে মাছ ধরতে জাল ফেলছেন এক মাছ শিকারি। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২৩ সেপ্টেম্বরশহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস বেলুন বিক্রি করেন বাবলু প্রামানিক। প্রতিটি বেলুন বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকায়। ট্রাফিক মোড়, পাবনা, ২৩ সেপ্টেম্বরপ্লাস্টিকের তৈরি গৃহস্থালি পণ্য বিক্রি করতে বেরিয়েছেন এই ফেরিওয়ালা। চিলারঝার, রংপুর, ২৩ সেপ্টেম্বরসকাল হতে না হতেই কাজে বেরিয়ে পড়েছেন ফেরিওয়ালা। সাইকেলে মালামাল সাজিয়ে সারা দিন এদিক–সেদিক ঘুরে বিক্রি শেষে আবার ঘরে ফিরবেন সন্ধ্যাবেলায়। গাছপাড়া, পাবনা, ২৩ সেপ্টেম্বরবৃষ্টি আর জলাবদ্ধতায় নগরের মূল সড়কের পাশাপাশি শাখা সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মোহাম্মদপুর বেড়িবাঁধ, ঢাকা, ২৩ সেপ্টেম্বর