হেমন্তের সকালে পুকুরে ফুটে আছে শাপলা ফুল। টিলাগড়, সিলেট, ২৭ অক্টোবরডেঙ্গু আক্রান্ত শিশুটির জ্বর কমাতে মাথায় পানি ঢালা হচ্ছে। ঢাকা শিশু হাসপাতাল, শেরেবাংলা নগর, শ্যামলী, ঢাকা ২৭ অক্টোবর
পশুপাখিকে ভয় দেখানোর জন্য আমন ধানখেতের পাশে রাখা হয়েছে কাকতাড়ুয়া। পোকামাকড় শিকারের আশায় কাকতাড়ুয়ার মাথার ওপর বসে আছে ফিঙে পাখি। ডলিয়া, সিলেট, ২৭ অক্টোবরবিস্তীর্ণ মাঠে শীতকালীন নানান সবজি চাষ করেছেন গোমতী নদীর চরের কৃষকেরা। বাঁধাকপি মাঠে কাজ করছেন এক কৃষক। চানপুর, কুমিল্লা, ২৭ অক্টোবর
বিজ্ঞাপন
সিলেটের এমসি কলেজ ও আশপাশের এলাকায় প্রায় ৪০ বছর ধরে ঝালমুড়ি-চানাচুর বিক্রি করেন কুমিল্লার লাকসাম এলাকার আজল হক (৬৮)। ছোটবেলা থেকেই থাকেন সিলেট শহরে। কুমিল্লায় তিন ছেলেমেয়ের এখন আলাদা সংসার। পেটের দায়ে এখনো চানাচুর বিক্রি করেন তিনি। এমসি কলেজছাত্র বাস এলাকা, সিলেট, ২৭ অক্টোবরসড়কের পাশে জঙ্গলে ফুটেছে গোলাপি রঙের লজ্জাবতী ফুল। চানপুর, কুমিল্লা, ২৭ অক্টোবর
বিজ্ঞাপন
মাছ শিকারের জন্য পুকুরে ভাসমান পদ্মপাতায় দাঁড়িয়ে আছে কানিবক। এমসি কলেজ পুকুর, সিলেট, ২৭ অক্টোবরধনেপাতা তোলা শুরু হয়েছে। মাঠপর্যায়ে প্রতি মণ বিক্রি হচ্ছে ৫ হাজার টাকায়। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৭ অক্টোবর টানা কয়েক দিন পর আজ সকালে রোদ উঠেছে। হেমন্তের স্নিগ্ধ রোদে বাড়ির সামনে উঠানে খেলায় মেতেছে দুই শিশু। কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর, ২৭ অক্টোবরবিল থেকে গবাদিপশুর জন্য কচুরিপানা সংগ্রহ করছেন দুজন খামারি। জালকুড়ি দশপাইপ, নারায়ণগঞ্জ, ২৭ অক্টোবরধানখেতে হেলে পরা একটি পাকা ধানের শিষ থেকে ধান খাচ্ছে কাঠবিড়ালি। নাগেরহাট, বদরগঞ্জ, রংপুর,২৭ অক্টোবরপ্রতিদিন ভোরে বসে কলার হাট। ব্যবসায়ীরা আকারভেদে প্রতি কাঁদি কলা ৩০০ থেকে ১৫০০ টাকা দরে সংগ্রহ করেন। কৃষ্ণপুর, ফরিদপুর, ২৭ অক্টোবরপথের ধারে ফুটে আছে বুনোফুল। ধানগড়া , রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ অক্টোবরসকালে ঝলমলে রোদে গাছের ডালে বসে সুর তুলছে দোয়েল পাখি। সিংগা বাইপাস, পাবনা, ২৭ অক্টোবর নার্সারিতে এখন শীতকালীন সবজি চারার সমাহার। বিভিন্ন রকমের সবজির চারার দাম প্রতিটি পাইকারি ১ টাকা থেকে ৫ টাকার মধ্যে। সবজির বীজতলায় পানি ছিটাচ্ছেন নার্সারির শ্রমিক। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৭ অক্টোবরসমাপনী অনুষ্ঠানের আগে শেষবারের মতো মহড়া দিচ্ছে সরকারি এডওয়ার্ড কলেজের বিএনসিসি ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত নতুন বাদক দল। রাজশাহী মহাস্থান রেজিমেন্টের ৩৫ বিএনসিসি ব্যাটালিয়নের এই ইউনিটকে ২০ কর্মদিবস ধরে এই শৈল্পিক প্রশিক্ষণ প্রদান করেন পাবনা জেলা পুলিশের পেশাদার বাদক দলের সদস্যরা। এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ২৭ অক্টোবরমরা গাছে বসে অলস সময় পার করছে এক বক পাখি। পাতানজো, কাহালু, বগুড়া, ২৭ অক্টোবরসংস্কারকাজ শেষে প্রায় ১৫ মাস পর যান চলাচলের জন্য রোববার সকালে খুলে দেওয়া হয়েছে সেতু। কালুরঘাট সেতু, চট্টগ্রাম, ২৭ অক্টোবরমাঠে দিনে দিনে পুষ্ট হচ্ছে ধান। কাহালু, বগুড়া, ২৭ অক্টোবরবিভিন্ন ধরনের কাঁচা ফল মসলা মাখিয়ে ভর্তা তৈরি করেন নজরুল ইসলাম। টক-মিষ্টি-ঝাল সুস্বাদু এই ভর্তা খেতে প্রতিদিন ভিড় করেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা। প্রতি কাপ ভর্তা বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকায়। ডিগ্রি চত্বর, এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৭ অক্টোবর