বাংলাদেশ-চীন মৈত্রী সেতু সংস্কারের জন্য লোহা রাখা হয়েছিল। অরক্ষিত লোহার অবকাঠামো ভেঙে চুরি করে নিয়ে যাচ্ছে ছিন্নমূল শিশু–কিশোরেরা। গোস্তগোলা, ৩ জানুয়ারিকুয়াশার কারণে ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। দুর্ঘটনা রোধে স্পিডগানের মাধ্যমে গাড়ির গতি যাচাই করা হচ্ছে। অতিরিক্ত গতিতে চলাচলকারী গাড়িচালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে হাঁসাড়া হাইওয়ে থানা-পুলিশ। হাঁসাড়া, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে, ৩ জানুয়ারিশীত যত তীব্রই হোক, শিশুদের দুরন্তপনা বাধা মানে না। সকালে ফাঁকা সড়কে সাইকেল নিয়ে ছুটেছে কয়েকটি শিশু। চলছে দুরন্তপনা। বুড়াইল, রংপুর, ৩ জানুয়ারি
মহাসড়কে দুর্ঘটনার শিকার ও আটককৃত সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর এলাকার মহাসড়কের পাশে ডাম্পিং করে রেখেছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ। ৩ জানুয়ারি মেঘনা–গোমতী নদী দখল করে চলছে বালু ব্যবসা। নদী দখল বাড়তে বাড়তে দাউদকান্দি সেতুর নিচে গোমতী নদীর অনেকাংশ দখল হয়ে গেছে। ৩ জানুয়ারিশহরের পাশাপাশি গ্রামেগঞ্জে এখন রান্নায় মাটির চুলার বদলে জায়গা করে নিয়েছে সিলিন্ডার গ্যাস। নৌকায় করে নদীপথে সিলেটের বিভিন্ন এলাকায় নেওয়া হয় গ্যাস সিলিন্ডার। কিনব্রিজ, সিলেট, ৩ জানুয়ারি
বিজ্ঞাপন
সপ্তাহ ধরে উত্তরের জেলাগুলোতে শীত বেড়েছে। সকালের দিকে ঘন কুয়াশার কারণে লাইট জালিয়ে চলাচল করছে যানবাহন। বালিয়াহালট, পাবনা, ৩ জানুয়ারি শীতে বেড়েছে শিশুরোগ। এর মধ্যে ডায়রিয়া ও শীতজনিত ঠান্ডা রোগীর চাপ বেড়েছে হাসপাতালে। পাবনা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডের ৩৮টি শয্যার বিপরীতে ১৫২ জন ও ডায়রিয়া ওয়ার্ডের ২০ শয্যার বিপরীতে প্রায় ১০০ জন শিশু রোগী ভর্তি রয়েছে। পাবনা, ৩ জানুয়ারি শীতে লেপ-তোশক তৈরিতে তুলার চাহিদা বেড়ে যায়। পাইকারি দোকান থেকে তুলা কিনে নেওয়া হচ্ছে লেপ-তোশক তৈরির কারখানায়। কাজীরবাজার ব্রিজ, সিলেট, ৩ জানুয়ারি
বিজ্ঞাপন
শত বছরে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়। উৎসব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে শিক্ষক-শিক্ষার্থীরা। সাহেব বাজার, রাজশাহী, ৩ জানুয়ারিউত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে চাহিদা বেড়েছে টুপি ও মোজার। বিভিন্ন বয়সী ক্রেতার ভিড় জমেছে ফুটপাতের দোকানগুলোতে। ইন্দারা মোড়, পাবনা, ৩ জানুয়ারি সকাল থেকে সূর্যের দেখা নেই। ঠান্ডায় গরম কাপড় মুড়িয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন শ্রমিকেরা। সুজানগর সড়ক, আরিফপুর, পাবনা, ৩ জানুয়ারি ঝিরিঝিরি কুয়াশা আর হিমেল বাতাস থেকে রেহাই পেতে অটোরিকশার হাতলে বাঁধা পলিথিনের নিচে হাত রেখে রিকশা চালাচ্ছেন চালকেরা। রেলস্টেশন, রাজশাহী, ৩ জানুয়ারিকুয়াশার চাদরে ঘেরা শীতের সকাল। এর মধ্যে কৃষক মাঠে নেমেছে হাল চাষে। একদিকে লাঙলে হাল দেওয়া হচ্ছে, অপরদিকে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে। পুলেরহাট, যশোর, ৩ জানুয়ারিরাজধানীর কামরাঙ্গীরচরের সেকশন এলাকার ৮ নম্বর গলির সামনে বুড়িগঙ্গার আদি চ্যানেল পারাপারের সেতুটি ভেঙে ফেলায় ভোগান্তিতে এলাকাবাসী। গাছ ফেলে অস্থায়ী সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ। ঢাকা, ৩ জানুয়ারিসিলেট নগরের নদীপথে নৌকায় করে পণ্য আনা-নেওয়া করা হয়। পণ্যবোঝাই নৌকা ভিড়ছে ঘাটে। শেখঘাট, সিলেট, ৩ জানুয়ারিহ্যাচারি থেকে আনা এক দিন বয়সী হাঁসের ছানা থেকে পুরুষ-নারী বাছাই করে আলাদা করছেন পাইকারি বিক্রেতা। প্রতিটি ছানা ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হবে। নতুন রাস্তা, খুলনা, ৩ জানুয়ারি খাবারের সন্ধানে এক খেত থেকে আরেক খেতে উড়ছে বকের দল। রাজাবাড়ি, গোদাগাড়ী, রাজশাহী, ৩ জানুয়ারি ফুলসহ হরেক রকমের চারা ভ্যানে করে বিক্রি করতে বেরিয়েছেন শফিকুল ইসলাম। ২০ থেকে ৫০ টাকা দরে এসব চারা বিক্রি করছেন। সরদারপাড়া, রংপুর, ৩ জানুয়ারিমরে যাওয়া গাছের গায়ে ঠোঁট দিয়ে অনবরত আঘাত করে গর্ত তৈরিতে ব্যস্ত কাঠঠোকরা পাখিটা। আবু নাসের হাসপাতাল এলাকা, খুলনা, ৩ জানুয়ারি প্রচণ্ড শীত, তবু জীবিকার তাগিদে ছুটে চলা। ছবিটি রংপুর নগরের বুড়িরহাট সড়কে। ৩ জানুয়ারি রংপুরে তীব্র শীতে কাতর মানুষ। নেই সূর্যের দেখা। উষ্ণতা নিতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন অনেকেই। আমলিরতল, রংপুর, ৩ জানুয়ারি শীতকালীন সবজিখেতের আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত চাষি। মধ্যপাড়া, রাঙামাটি, ৩ জানুয়ারি কৃষকেরা আলুর জমিতে জন্মানো আগাছা পরিষ্কার করছেন। কাউয়াদি, দাউদকান্দি, কুমিল্লা, ৩ জানুয়ারি শীত বাড়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর হাসপাতালগুলোয় বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু হাসপাতাল, ঢাকা, ৩ জানুয়ারিবারোমাসি সবজির মধ্যে অন্যতম বেগুন। বেগুনের চারা পরিচর্যায় নার্সারিতে ব্যস্ত দুজন। অরণ্যপুর, কুমিল্লা, ৩ জানুয়ারিহাঁটুপানিতে নেমে ডোবা থেকে হাঁসের খাবারের জন্য শামুক তুলছেন এই নারী। ঝাকুনিপাড়া, কুমিল্লা, ৩ জানুয়ারিগ্রামীণ আঁকাবাঁকা মেঠো পথ ধরে বাড়ি ফিরছেন বাণী রানী সাহা। মাথায় সংগ্রহ করা লাকড়ি ও খড়কুটো। সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করবেন তিনি। চকক্যাতুলী, গাবতলী, বগুড়া, ৩ জানুয়ারিমাঠে চাষ দিচ্ছেন কৃষক আর সেখানে খাবারের খোঁজে ঘুরছে বক। লাহিড়ীপাড়া, বগুড়া, ৩ জানুয়ারিবিক্রির জন্য খেত থেকে লালশাক তুলছেন এক কিষানি। চকক্যাতুলী, গাবতলী, বগুড়া, ৩ জানুয়ারিবরিশাল থেকে ট্রলারে করে এসেছে চাম্বুল, কড়ই, মেহগনি প্রভৃতি গাছের গুঁড়ি। আসবাব তৈরিসহ গৃহনির্মাণে এসব কাঠের চাহিদা রয়েছে। চারারগোপ, নারায়ণগঞ্জ, ৩ জানুয়ারিঅসুস্থ হয়ে পড়া বয়স্ক ভাই মোহাম্মাদ মোস্তফাকে গ্রাম থেকে ভ্যানে করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন রিজিয়া বেগম। পরে জরুরি বিভাগের সামনে ভর্তির জন্য অপেক্ষা করছিলেন তিনি। শের-ই-বাংলা মেডিকেল, বরিশাল, ৩ জানুয়ারিসকালে কনকনে ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করে নদীতে মাছ ধরায় ব্যস্ত দুজন। শঙ্খ নদ, দোহাজারী, চট্টগ্রাম, ৩ জানুয়ারিআগাম জাতের আলু উত্তোলন করছেন কৃষিশ্রমিকেরা। এবার আগাম আলুতে লোকসান গুনতে যাচ্ছেন কৃষকেরা। উকাচিনিয়া, খানসামা, দিনাজপুর, ৩ জানুয়ারিদুই চাকার বিশেষ ধরনের ঠেলাগাড়িতে শীতকালীন শাকসবজির বীজ বিক্রির জন্য বেরিয়েছেন শফিক মিয়া। বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে বীজের প্যাকেট বিক্রি করবেন তিনি। কাজীরবাজার ব্রিজ, সিলেট, ৩ জানুয়ারিপরিবারের সদস্যদের সঙ্গে নার্সারিতে কাজ করছে পাহাড়ের কন্যাশিশুরা। ছোট ছোট পলিথিনের ব্যাগে মাটি ভরে তারা পায় ব্যাগপ্রতি এক টাকা। অবসর সময়ে এভাবে নার্সারিতে কাজ করে এ এলাকার অনেক শিশু-কিশোর। ভেদভেদী বটতলা, রাঙামাটি, ৩ জানুয়ারিসকাল থেকে মৃদু বাতাস, হাড়কাঁপানো ঠান্ডা, সঙ্গে কুয়াশা। শীতে জবুথবু প্রাণীগুলোও। পোষা ছাগলটির গায়ে বস্তা পেঁচিয়ে সড়কের পাশে ঘাস খাওয়াতে নিয়ে এসেছেন জাহানারা বেগম। লক্ষ্মীপুর, ফরিদপুর, ৩ জানুয়ারিকনকনে শীতে কাবু হয়ে পড়েছেন রংপুরের তারাগঞ্জে দুস্থ ও হতদরিদ্র মানুষেরা। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এ উপজেলার মেনানগর গ্রামের নারী ও শিশুরা। তারাগঞ্জ, রংপুর, ৩ জানুয়ারিশেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল দেওয়া হয়। উপজেলা পরিষদের অডিটরিয়াম চত্বর, নালিতাবাড়ী, শেরপুর, ৩ জানুয়ারিকুয়াশার চাদরে মোড়া চারপাশ। দৃষ্টিসীমা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ধানগড়া বাসস্ট্যান্ড, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ জানুয়ারিদেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে মানুষের পাশাপাশি কাবু হয়ে পড়েছে গৃহপালিত প্রাণী। ঠান্ডা থেকে রক্ষায় গরুকে ঢেকে দেওয়া হয়েছে কাঁথা ও পাটের চটে। বানপাড়া, মাগুরা, পঞ্চগড়, ৩ জানুয়ারি