একঝলক (১৫ ডিসেম্বর ২০২৪)

মহান বিজয় দিবস উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে মহল্লার একটি দেয়ালে আঁকা হয়েছে জাতীয় পতাকা। বিকেলে সেখানে খেলায় মেতেছে একদল শিশু–কিশোর। গেন্ডারিয়া এলাকা, ১৫ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
ভুট্টাখেত নিড়ানির কাজে ব্যস্ত এক কৃষক। শৈলধূকড়ি, শাজাহানপুর, বগুড়া, ১৫ ডিসেম্বর
বিজয় দিবসকে সামনে রেখে চলছে শহীদ মিনার ধোয়ামোছা ও রং করার কাজ। আগামীকাল সোমবার মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দেবেন। কেন্দ্রীয় শহীদ মিনার, রংপুর, ১৫ ডিসেম্বর
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে চলছে বিজয় মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। জনসন রোড, ১৫ ডিসেম্বর
শর্ষেখেতের মাঝে দুরন্তপনায় মেতেছে এক কিশোরী। লক্ষ্মীপুর, শাজাহানপুর, বগুড়া, ১৫ ডিসেম্বর
আতাই নদে মাছ ধরতে ফেলা জাল টেনে তুলছেন দুই মৎস্যজীবী। কাঁটাবন, দিঘলিয়া, খুলনা, ১৫ ডিসেম্বর
জমি থেকে আলু তুলে বস্তায় রেখেছেন কৃষক। ফিঙে পাখিটি সেই আলুর বস্তায় বসে শিকারের অপেক্ষায়। ভান্তি, বুড়িচং, কুমিল্লা, ১৫ ডিসেম্বর
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিক্ষার্থীরা। শিল্পকলা একাডেমি মিলনায়তন, রাজবাড়ী, ১৫ ডিসেম্বর
ছোট ছোট পাহাড়ি ছড়ার ওপর এভাবে বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরি করে চলাচল করেন স্থানীয় লোকজন। মরংছড়ি ছড়ামুখ, বোদিপুর, রাঙামাটি, ১৫ ডিসেম্বর
দুই দিন পর দেখা মেলা রোদে মাটির তৈরি দধির পাতিল শুকাতে ব্যস্ত কারিগর। বিজয়পুর, কুমিল্লা, ১৫ ডিসেম্বর  
শীতের সকালে রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলেন ৭৬ বছর বয়সী রেনু বালা। তীব্র শীত নিবারণে নেই প্রয়োজনীয় গরম কাপড়। কাঁদতে কাঁদতে সে কথাই বলছিলেন তিনি। দাসপাড়া, মাথাভাঙ্গা নদীর তীরবর্তী এলাকা, চুয়াডাঙ্গা, ১৫ ডিসেম্বর
শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া বাঙালীর শাখা নদীতে চাষ করা হয়েছে বিভিন্ন ফসল। শৈলধূকড়ি, শাজাহানপুর, বগুড়া, ১৫ ডিসেম্বর
শীতের দিনে ধোঁয়া ওঠা গরম-গরম ভাপা পিঠার স্বাদই আলাদা। সড়কের পাশে বসে আখের গুড়, নারকেল ও বাদাম মিশিয়ে সুগন্ধি বিন্নি চালের গুঁড়ায় ভাপা পিঠা তৈরি করছেন এক নারী। পথচারীরা তাঁর কাছ থেকে গরম-গরম ভাপা পিঠা কিনে নেন। বোদিপুর, রাঙামাটি, ১৫ ডিসেম্বর
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বই এসেছে। সেই বই গুছিয়ে রাখছেন একজন। আদর্শ সদর উপজেলার শিক্ষা অফিস গোডাউন, কুমিল্লা, ১৫ডিসেম্বর
মহান বিজয় দিবসকে সামনে রেখে বেড়েছে জাতীয় পতাকা বিক্রি। জাহাজকোম্পানি মোড়, রংপুর, ১৫ ডিসেম্বর
ফেরি করে হাওয়াই মিঠাই বিক্রি করছেন ফেরিওয়ালা। যদিও এতে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। শাহজালাল সেতু, সিলেট, ১৫ ডিসেম্বর
কাজের আশায় ডালি ও কোদাল নিয়ে বসে আছেন দুজন দিনমজুর। শাপলা চত্বর, রংপুর, ১৫ ডিসেম্বর
হাওর থেকে মাছ ধরা শেষে নৌকায় করে ফিরছেন তিন মৎস্যজীবী। দোবাগীর হাওর, সিলেট, ১৫ ডিসেম্বর
কীর্তনখোলা নদীর শান্ত পানিতে চলছে একটি মাছ ধরার নৌকা। এই নদীতে মাছ ধরে অনেক জেলে জীবিকা নির্বাহ করেন। চাঁদমারি খেয়াঘাট, বরিশাল, ১৫ ডিসেম্বর
মহান বিজয় দিবস উপলক্ষে বেড়েছে ফুলের চাহিদা। শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুলের ডালা তৈরিতে ব্যস্ত দুই ফুল ব্যবসায়ী। সাহেববাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ১৫ ডিসেম্বর  
পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের দাবিতে প্রতিবাদী অবস্থান বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের। পান্থকুঞ্জ পার্ক, ঢাকা, ১৫ ডিসেম্বর