পাকুড়গাছের ডালে কোকিল। বেড়াইদেরচালা, শ্রীপুর, গাজীপুর, ২৫ এপ্রিল সদ্য লাগানো করলাগাছ প্রচণ্ড গরমে নষ্ট হয়ে যাচ্ছে। তাই গাছকে রোদ থেকে সুরক্ষা দিতে কলাগাছের খোল প্রস্তুত করছেন কৃষক। জামমুড়া এলাকা, কুমিল্লা, ২৫ এপ্রিল
বেলা বাড়লে রোদের তাপ বাড়ে। তাই সাতসকালে জমিতে সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন কৃষক। পানবাজার এলাকা, রংপুর, ২৫ এপ্রিল হাওর থেকে ধান কেটে এনে সড়কের ওপর রাখছেন কৃষকেরা। সেখান থেকে গাড়িতে করে নেওয়া হয় বাড়িতে। শনির হাওরপাড়, আনোয়ারপুর, সুনামগঞ্জ, ২৫ এপ্রিল
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ থেকে জামাই পিঠা নিয়ে বিক্রি করতে এসেছেন সাইফুল ইসলাম। গ্রামের পথে ঘুরে ৫ টাকা দরে বিক্রি করেন। দক্ষিণ মমিনপুর এলাকা, রংপুর, ২৫ এপ্রিলপ্রচণ্ড গরমে চাহিদা বেড়েছে হাতপাখার। প্রতিটি হাতপাখা বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। পদুয়ার বাজার এলাকা, কুমিল্লা, ২৫ এপ্রিল
বিজ্ঞাপন
প্রচণ্ড রোদে খেতে মরিচ তুলছেন বয়স্ক কিষানি। নয়াপুকুর এলাকা, রংপুর, ২৫ এপ্রিল বিক্রির জন্য কলা নিয়ে বাজারে যাচ্ছেন বিক্রেতা। ডাক্তারের তথ্যমতে, গরমে কলা খাওয়ার উপকারিতা অনেক। তাই এই গরমে কলার চাহিদা ও দামও বেশ। প্রতি হালি কলা প্রকারভেদে ২৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলা বাজার, সুজানগর, পাবনা, ২৫ এপ্রিল সকাল সাড়ে ৬টা থেকে ধান কাটা শুরু করে সকাল সাড়ে ৯টা বাজতেই কৃষকের খাবার পানি শেষ। চলমান খরতাপে কিছুক্ষণ পরপর পানি পান করতে হয় তাঁদের। তাই কাজ রেখে বোতলে পানি আনতে চলেছেন একজন কৃষক। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৫ এপ্রিল তপ্ত দুপুরে মহাসড়কে কাজ করতে ট্রাকের ওপরে বিটুমিন জ্বাল দিয়ে গলাচ্ছেন শ্রমিক। হাজীপাড়া এলাকা, রংপুর, ২৫ এপ্রিল মাঠেই ধান মাড়াই করতে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। সকাল সাড়ে ৬টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কাজ করে এসব কৃষিশ্রমিক মজুরি পান ১০০০ টাকা। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৫ এপ্রিল গরমে বাতাসে আর্দ্রতা কমাতে পানি ছিটাচ্ছে উত্তর সিটি করপোরেশন। আগারগাঁও এলাকা, ঢাকা, ২৫ এপ্রিল পথের ধারে ঝোঁপে ফুটেছে ঝুমকোলতা ফুল। কুলটি, ডুমুরিয়া, খুলনা, ২৫ এপ্রিল উপজেলা নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ পেয়েই গণসংযোগে নেমেছেন প্রার্থীরা। সুজানগর, পাবনা, ২৫ এপ্রিল ইউপিডিএফের ডাকা আধা বেলা অবরোধে ভোর থেকে সড়কে কাঠ, বাঁশ ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। সদরের সাপছড়ি উচ্চবিদ্যালয় এলাকা, রাঙামাটি, ২৫ এপ্রিলসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে দেয় চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রবর্তক মোড়, চট্টগ্রাম, ২৫ এপ্রিল গ্রামাঞ্চলে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে মাটির চাড়ির চাহিদা অনেক। শৌচাগার নির্মাণের জন্য পালপাড়া থেকে মাটির চাড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। তাম্বুলখানা এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৫ এপ্রিল তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস অবস্থা নগরবাসীর। এর মধ্যে বেশি কষ্ট পোহাতে হচ্ছে সড়কে খেটে খাওয়া মানুষদের। এক যাত্রী রিকশাচালকদের কষ্ট অনুভব করে চালকের মাথায় নিজের ছাতাটি ধরে রাখেন। মতিঝিল এলাকা, ঢাকা, ২৫ এপ্রিল কারখানা থেকে মুড়ি সংগ্রহ করে নসিমনে করে দোকানে নিচ্ছেন এক ব্যবসায়ী। কানাইপুর এলাকা, কানাইপুর, ফরিদপুর, ২৫ এপ্রিল প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। কিছুটা স্বস্তি দিতে সিটি করপোরেশনের উদ্যোগে ওয়াটার মিস্ট ক্যানন দিয়ে পানি ছিটানো হচ্ছে। রিকশাচালক, পথচারীসহ সাধারণ মানুষ ঠান্ডা পানির ঝাপটায় শরীর জুড়িয়ে নিচ্ছেন। চাষাঢ়া এলাকা, নারায়ণগঞ্জ, ২৫ এপ্রিলগরমে হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা,২৫ এপ্রিল তাপপ্রবাহে গরমে তৃষ্ণার্ত শ্রমজীবীদের পানি পান করাচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল, ২৫ এপ্রিল রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ইউপিডিএফের ডাকা আধা বেলা সড়ক অবরোধের ফলে শহর থেকে পাইকারেরা আসতে না পারায় হাটে আনারস, কাঁঠাল ও কলার বেচাকেনা নেই। ঘিলাছড়ি বাজার, রাঙামাটি খাগড়াছড়ি সড়ক, নানিয়ারচর, ২৫ এপ্রিল উৎপাদিত পেঁয়াজ বিক্রি করতে বাজারে নিয়ে আসছেন কৃষকেরা। প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাদেরদি এলাকা, সাতৈর, বোয়ালমারী, ফরিদপুর, ২৫ এপ্রিল