একঝলক (০৩ আগস্ট ২০২৪)

দিনভর বৃষ্টিতে চলাচলে ভোগান্তিতে সাধারণ মানুষ। সিটি বাজার, রংপুর, ৩ আগষ্ট
ছবি: মঈনুল ইসলাম
টেকনাফে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল, ভেসে গেছে বীজতলা। বীজতলা থেকে চারা সংগ্রহ করে বস্তায় ভরে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। সাবরাং আছারবনিয়া এলাকা, টেকনাফ, ৩ আগস্ট
বাঁশ ও বেতের ঝুড়ি বিক্রি করতে এসেছেন এক কারিগর। পাহাড়ের মানুষ জুমের ফসল বহন এবং সংরক্ষণে এসব ঝুড়ির ব্যবহার করেন বেশি। আকার ও টেকসই অনুপাতে প্রতিটি ৫০০ থেকে হাজার টাকায় বিক্রি হয়। বনরূপা, রাঙামাটি, ৩ আগস্ট
পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে শহরের নিম্নাঞ্চল। ভোগান্তিতে নগরের মানুষ। শান্তিনগর এলাকা, খাগড়াছড়ি, ৩ আগস্ট
টানা চার দিনের বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। বাড়বকুণ্ড বাজার এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৩ আগস্ট
স্কুলের মাঠে দর্শকদের মাঝে সার্কাস খেলা দেখাচ্ছেন নীলফামারীর সার্কাসশিল্পী রবিউল ইসলাম। বিরামপুর, দিনাজপুর, ৩ আগস্ট
বর্ষায় গাছের চারা রোপণের মৌসুম। নার্সারিতে এখন টব কেনার হিড়িক। কুমারদের কাছ থেকে টব কিনে তা নার্সারিতে নিয়ে যাওয়া হচ্ছে। পান্ডারদীঘি এলাকা, রংপুর, ৩ আগস্ট
বিক্রির জন্য খালের পাড়ে বেঁধে রাখা হয়েছে সারি সারি ডিঙিনৌকা। নেছারাবাদ আটঘর, পিরোজপুর, ৩ আগস্ট