একঝলক (১৬ জুলাই ২০২২)

নিম্নাঅঞ্চলের বানের পানি কমেছে । তাই মাছ ধরার ফাঁদ ফেলানোর প্রস্তুতি নিচ্ছেন এক ব্যক্তি । শেখপাড়া গ্রামে, সারিয়াকান্দি, বগুড়া, ১৬ জুলাই
ছবি: সোয়েল রানা
বৃষ্টির আশায় মোনাজাত ও সালাত আদায় করছেন মুসল্লিরা। পৌর ঈদগাহ মাঠে, বোচাগঞ্জ দিনাজপুর, ১৬ জুলাই
বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে আমন খেত। খাল থেকে হাত দিয়েই সেচ দিচ্ছেন দুই কৃষক। নতুনহাট-বড়ুয়াপাড়া, ঝলইশালশিরি, বোদা, পঞ্চগড়, ১৬ জুলাই
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক বিভাজকের উপর তুলে দেয় মিনিবাস। হোতাপাড়া, গাজীপুর, ১৬ জুলাই
ভ্যান করে গ্রাম থেকে গ্রামে গিয়ে নতুন পাট কিনেছেন এক ব্যক্তি। মণপ্রতি পাট ২ হাজার ৪ শত থেকে ২ হাজার ৫শত টাকায় কিনেছেন তিনি । কড়ইতলা এলাকা, সারিয়াকান্দি উপজেলা ,বগুড়া , ১৬ জুলাই
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধরে ছাগল চরাতে যাচ্ছেন এক নারী । চন্দনবাইশা এলাকা , সারিয়াকান্দি উপজেলা ,বগুড়া , ১৬ জুলাই
ঘাট থেকে যাত্রী ও যানবাহন বোঝাই করে ফেরি ছেড়ে দিয়েছে। ঘাট ছেড়ে যাওয়া অবস্থায় ঝুকি নিয়ে এভাবে লাফ দিয়ে পন্টুনে নেমে পড়ছেন তৃতীয় লিঙ্গের এক সদস্য। দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ জুলাই
শরীয়তপুর হতে ঢাকায় যাওয়ার পরিবহন সংকট। ৩-৪ ঘন্টা অপেক্ষা করেও মিলছেনা বাস। একটি বাস আসলে তাতেই হুরোহুরি করে ওঠছেন যাত্রীরা। পৌর বাস টার্মিনাল, শরীয়তপুর
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ–সভাপতি বদিউজ্জামান ধনীকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে জাতীযতাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিক্ষোভ সমাবেশ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৬ জুলাই