রঙিন কাগজ দিয়ে তৈরি চরকি ও ফুল বিক্রির জন্য বেরিয়েছেন বিক্রেতা। শাহজালাল সেতু, সিলেট, ৬ অক্টোবর
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় লবণবোঝাই ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। এতে চালক আহত হয়েছেন। দক্ষিণ কালিয়াইশ, সাতকানিয়া, চট্টগ্রাম, ৬ অক্টোবর
বিজ্ঞাপন
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চলের চার ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। এতে নালিতাবাড়ী-নকলা দুই লেন সড়কের বিভিন্ন স্থান পানিতে ডুবে গেছে। কাপাসিয়া, নালিতাবাড়ী, ৬ অক্টোবর
বিজ্ঞাপন
পাহাড়ের জুমখেত থেকে সংগ্রহ করে আনা কচু বাছাইয়ের কাজ করছেন পাহাড়ি কয়েকজন। মানভেদে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা মণে বিক্রি হয় কচু। সাপছড়ি যৌথ খামারপাড়া যাত্রীছাউনি, রাঙামাটি, ৬ অক্টোবরটানা বৃষ্টিতে আবারও টইটম্বুর খাল–বিল। তাই মাছ ধরার জাল বিক্রি করতে বসেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন রকমের জাল এক শ থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়। লালবাগ হাট, রংপুর, ৬ অক্টোবরছাগলের জন্য ঘাসপাতা সংগ্রহ করে বাড়ি ফিরছে এই শিশু। মোলংহাট, মিঠাপুকুর উপজেলা, রংপুর, ৬ অক্টোবরটানা বৃষ্টিতে পেকে যাওয়া আগাম আমন ধান নিয়ে বিপাকে কৃষক। তাই একটু বৃষ্টি থামার সুযোগে কৃষক ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছেন তড়িঘড়ি করে। জানকি ধাপেরহাট, রংপুর, ৬ অক্টোবরবন্যার পানিতে নেত্রকোনার কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের স্থানে স্থানে ডুবে গেছে। চিনাহালা, ৬ অক্টোবরসিলেটের বিভিন্ন হাওর-বিলে বড়শি দিয়ে মাছ শিকার করেন শৌখিন শিকারিরা। বিলের পাশে ছাতা টানিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বড়শি দিয়ে ছোট-বড় নানা জাতের মাছ শিকার করেন। দক্ষিণ সুরমার মেদি বিল, সিলেট, ৬ অক্টোবর