বিলের পানিতে মাছ শিকার করতে জাল পেতেছেন জেলেরা। সূর্য ডুবে সন্ধ্যা নামলেও চলছে মাছ ধরার চেষ্টা। গাজনার বিল, খয়রান, সুজানগর, পাবনা, ৫ অক্টোবর
বরিশালে টানা বৃষ্টির কারণে নগরের বটতলা বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন ক্রেতা ও ব্যবসায়ীরা। বটতলা, বরিশাল নগর, ৫ অক্টোবর
বিজ্ঞাপন
যমুনার চরাঞ্চলে ফুটে আছে দৃষ্টিনন্দন কাশফুল। দীঘলকান্দি এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ০৫ অক্টোবর
বিজ্ঞাপন
আঞ্চলিক মহাসড়কে ঝুঁকি নিয়ে ধানমাড়াই করছেন কৃষকেরা। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। বদরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, রংপুর ৫ অক্টোবরযমুনা নদীতে পাটের আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষকেরা। দীঘলকান্দি এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৫ অক্টোবরকাপ্তাই হ্রদ থেকে আহরিত বিভিন্ন প্রকার মাছ দিয়ে শুঁটকি তৈরি করা হয়। তেমনই শুঁটকির একটি ডিপোতে কাজ করছেন শ্রমিকেরা। এই শুঁটকি মাছের চাহিদা রয়েছে সারা দেশে। কাট্টদ্বীপ বাজার, লংগদু, রাঙামাটি, ৫ অক্টোবররাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতুটি প্রায় দুই মাস ধরে কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে আছে। ডুবে থাকা সেতুর ওপর দিয়ে কৌতূহলবশত হেঁটে পার হচ্ছেন ভ্রমণে আসা তরুণী। ডিয়ার পার্ক, রাঙামাটি, ৫ অক্টোবরসিলেটে শুক্রবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শহরের রেলওয়ে-হুমায়ুন রশীদ চত্বর সড়কের ভাঙাচোরা স্থানে জমেছে বৃষ্টির পানি। ভোগান্তি নিয়ে চলছে যানবাহন ও মানুষ। রেলওয়ে স্টেশন এলাকা, সিলেট, ৫ অক্টোবরগৃহস্থরা ভোরবেলায় বাড়ির গাভির দুধ নিয়ে বিক্রির জন্য জড়ো হয়েছেন স্থানীয় বাজারে। প্রতি লিটার দুধ ৬০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। বাখুণ্ডা এলাকা, গেরদা ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ৫ অক্টোবরআমন ধানের খেতে গজিয়েছে আগাছা। তাই নিড়ানি দিয়ে আগাছা তুলে ফেলছেন দুই কৃষক। বউঘাটা এলাকা, কৈজুরী ইউনিয়ন সদর উপজেলা ফরিদপুর, ৫ অক্টোবরতালের ডোঙায় চড়ে রান্নার জন্য বাড়ির পাশে বিল থেকে শাপলা তুলছেন এক কৃষক। প্রতাপপুর এলাকা, কৈজুরী ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ৫ অক্টোবরবঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরের প্রধান প্রধান সড়কগুলো। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন সড়কের পাশের নালাগুলো পরিষ্কার না করায় বৃষ্টি হলেই সড়কে পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়। ট্রমা হাসপাতাল এলাকা, কুমিল্লা, ৫ অক্টোবরধানের খেতের আলে দুই পাশে বানা পুঁতে মাঝখানে ঘুনি বসিয়ে মাছ ধরছে এক কিশোর। তুলাগ্রাম এলাকা, কৈজুরী ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ৫ অক্টোবরবাড়ির আবাদের নানা শাকসবজি নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন কৃষক আব্দুল আজিজ। খারুয়াবাঁধা এলাকা, সদর উপজেলা, রংপুর, ৫ অক্টোবরদুর্গাপূজায় ব্যবহারের জন্য শোলার তৈরি ফুল বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। প্রতিটি বিক্রি করছেন দুই থেকে তিন টাকায়। গঙ্গাদাস এলাকা, সদর উপজেলা, রংপুর, ৫ অক্টোবর