একঝলক (১ ডিসেম্বর ২০২৩)

চা-বাগানে ঘুরতে আসা শিশুসহ অনেকে ঘোড়ায় চড়ে বাগান ঘুরে দেখেন। চা-বাগানে ঘোড়া নিয়ে পর্যটকের অপেক্ষায় দুই শিশু। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ১ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
কৃষকের মাঠের ধান ইঁদুরে কেটে লুকিয়ে রেখেছিল গর্তের মধ্যে। গর্ত থেকে সেই ধান বের করে নিচ্ছেন এক গৃহবধূ। তুলাগ্রাম, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ১ ডিসেম্বর
পাকা ধানে ভরে উঠেছে মাঠ। ধান কাটতে ব্যস্ত হয়ে পড়েছে পাহাড়ি কিষানির দল। শিমজ্জেছড়া এলাকা, রাঙামাটি, ১ ডিসেম্বর
পাহাড়ি তরুণী মাশরুম চাষ করেছেন নিজের ঘরের বারান্দায়। প্রতিদিন ৫ থেকে ৬ কেজি মাশরুম তোলেন তিনি। সেগুলো বিক্রি করেন প্রতি কেজি ৪০০ টাকা। মাসে আয় করেন ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ধানের খড়কুটো ও মাশরুমের বীজ দিয়ে নিজের মতো করে মাশরুম চাষ করেন তিনি। উলুছড়া গ্রাম, রাঙামাটি, ১ ডিসেম্বর
হেমন্তে পাকা ধান কেটে ঘরে তোলার ধুম। মাঠ থেকে ধান পরিবহনের কাজে পাবনার অনেক এলাকায় এখনো ঘোড়ার গাড়ি ব্যবহৃত হয়। একসময়ের দ্রুতগামী হিসেবে পরিচিত বাহনটির বর্তমানে মাল পরিবহন ছাড়া খুব একটা প্রচলন নেই আর। কোলাদী, সুজানগর সড়ক, পাবনা, ১ ডিসেম্বর
বীজতলায় ধানের বীজ ফেলছেন কৃষক নাজিমুদ্দিন। নূরুইল গ্রাম, সদর উপজেলা, বগুড়া, ১ ডিসেম্বর
সকালে রসুনখেতে নিড়ানি দিচ্ছেন এই কৃষক দম্পতি। রাজবল্লভ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১ ডিসেম্বর
বিলের পানি শুকিয়েছে। সামান্য পানিতে জমে আছে কচুরিপানা। কচুরিপানার নিচে থাকা মাছ জাল দিয়ে ধরছেন এই ব্যক্তি। মান্দ্রাইন এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১ ডিসেম্বর
একসঙ্গে চলতে চলতে হঠাৎ দুই মোরগে যুদ্ধ লেগে যায়। জয়দেব এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১ ডিসেম্বর
গুলিতে বেলুন ফাটানোর আনন্দই আলাদা। গুলিপ্রতি দুই টাকা করে গুলি ছুড়ছেন স্থানীয় পর্যটকেরা। কুমিল্লা নগর উদ্যান, ১ ডিসেম্বর
দল বেঁধে লালশাক খাচ্ছে জলহস্তীর দল। জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা, ১ ডিসেম্বর
রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগে চাকরি করেন মৃত্যুঞ্জয় মণ্ডল। প্রতিদিন রিকশায় চড়ে আসেন কর্মস্থলে। নির্বাচন কমিশনের নিরাপত্তার জন্য ওই এলাকায় চারদিকে বসানো হয়েছে নিরাপত্তাবেষ্টনী। তাই অনেকটা পথ হেঁটে গিয়ে তাঁকে চড়তে হয় রিকশায়। আগারগাঁও, ঢাকা, ৩০ নভেম্বর