একঝলক (২১ জুন ২০২৪)

ঘেরের পোনা মাছ ধরা হচ্ছে। প্রতি কেজি রুই, কাতলা, মৃগেলের পোনা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হবে। ঘোনা মাদারডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ২১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
পানের বরজ পরিচর্যায় ব্যস্ত এক চাষি। বলরামপুর, রংপুর, ২১ জুন
ছুটির দিনে টিকিট কেটে বড়শি দিয়ে পুকুরে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা। আলালপুর, কৈজুর, ফরিদপুর ২১ জুন
বন্য পশুপাখি বিক্রি নিষিদ্ধ। তা অমান্য করে খুলনার নয়াবাটি সাপ্তাহিক পাখির হাটে বিক্রির জন্য আনা হয়েছে এক ভুবন চিল। নয়াবাটি, খুলনা, ২১ জুন
বর্ষায় গাছে ফুটেছে কদমফুল। ভাদালিয়া গ্রাম, কুষ্টিয়া, ২১ জুন
বর্ষার মাছ ধরার কাজে ব্যবহারের জন্য দুটি নৌকা ১০ হাজার টাকায় কিনে ভ্যানে করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২১ জুন
কুড়িগ্রামে ধরলা-তিস্তা ও ব্রহ্মপুত্রে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ধরলা নদীর ভাঙনে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কিং ছিনাই গ্রামের মানুষ ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিয়ে যাচ্ছে। কিং ছিনাই গ্রাম, কুড়িগ্রাম, ২০ জুন