ফুল এসেছে আগাম জাতের শিমগাছে। কয়েক দিন পর গাছে ধরবে শিম। ভিকনপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৫ আগস্ট
রাত থেকে অনবরত বৃষ্টি ঝরছে। খুলনার অপেক্ষাকৃত নিচু সড়কগুলোয় জমে গেছে পানি। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বাস্তুহারা এলাকা, খুলনা, ২৫ আগস্ট
বিজ্ঞাপন
বিক্রির জন্য জমি থেকে কাঁকরোল তুলছেন এক কিষানি। পাইকান এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৫ আগস্ট
বিজ্ঞাপন
প্লাস্টিকের বালতির ব্যবহার বাড়লেও এখনো চাহিদা রয়েছে টিনের বালতির। বিক্রির জন্য কারখানা থেকে ভ্যানে করে বালতি নেওয়া হচ্ছে দোকানে। কদমতলী এলাকা, সিলেট, ২৫ আগস্টআকাশে যত দূর চোখ যায় শরতের শুভ্র মেঘ। নিচের পানিতে তার প্রতিবিম্ব। মেন্দীবাগ এলাকা, সিলেট,২৫ আগস্টমাছ ধরতে জাল নিয়ে যাচ্ছেন মৎস্যশিকারিরা। ভিমেরগড় এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৫ আগস্টবৃষ্টি কমেছে। আবহাওয়া কিছুটা ভালো থাকায় ফুটবল খেলায় মেতেছে কিশোরের দল। হাসনাপাড়া স্পার এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৫ আগস্টকাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি যাওয়ায় বাঁধের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এলাকা, রাঙামাটি, ২৫ আগস্টকুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধের ভেতরে বসবাস ঋষি সম্প্রদায়ের প্রায় ২০০ পরিবারের। চলমান বন্যায় সেখানকার বেশির ভাগ পরিবার আশ্রয় নিয়েছে বাজারের পাশের গঙ্গামণ্ডল রাজ স্কুলে। একটু রোদ ওঠায় ভিজে যাওয়া কাপড়চোপড় শুকাতে দিচ্ছেন এক নারী। কুমিল্লা, ২৫ আগস্টবৃষ্টির পানিতে টইটম্বুর বিল। সেখানে জাল ফেলে মাছ ধরছেন পেশাদার জেলেরা। কাইমউদ্দিন মাতুব্বরের ডাংগী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ২৫ আগস্টপদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে গবাদিপশুর চারণ ভূমি। দেখা দিয়েছে সবুজ ঘাসের অভাব। তাই দূরদূরান্ত থেকে ঘাস কেটে আনা হচ্ছে। পদ্মাঘাট, পাবনা, ২৫ আগস্টজলাশয় থেকে শাপলা ফুল তুলে বাড়ি ফিরছে দুই কিশোর। দর্শনা এলাকা, রংপুর, ২৫ আগস্টবন্যার কারণে ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎ নেই। বাসাবাড়িতে পানির সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের নলকূপ থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে দেখা যায় কয়েকজন নারীকে। ফেনী, ২৫ আগস্টশিকার খুঁজছে কাটুয়া চিল। চর কোমরপুর, পাবনা, ২৫ আগস্ট