একঝলক (১৯ জুন ২০২৪)

জিরাফ দেখতে খাঁচার সামনে ভিড় করেছেন দর্শনার্থীরা। জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা, ১৯ জুন
ছবি: আশরাফুল আলম
গাছে ধরে আছে পাকা তাল। জাতীয় সংসদ ভবন এলাকা, ঢাকা, ১৯ জুন
খেলনা ট্রেনে চড়ে আনন্দে মেতেছে শিশু-কিশোরেরা। জাতীয় চিড়িয়াখানার শিশুপার্ক, মিরপুর, ঢাকা, ১৯ জুন
তিস্তা রেলসেতুতে উঠে এভাবে ঝুঁকি নিয়ে ছবি তুলছেন অনেকেই। কাউনিয়া, রংপুর, ১৯ জুন
ঈদের ছুটির পর আজ ছিল প্রথম কর্মদিবস। ছুটি শেষ হলেও রাজধানীতে এখনো তেমন ফেরেননি মানুষ। তাই রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। মতিঝিল, ঢাকা, ১৯ জুন
জামরুল ফল ধরেছে গাছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ১৯ জুন
ঈদের ছুটি শেষে ব্যাংকগুলো খুললেও গ্রাহকের উপস্থিতি ছিল তুলনামূলক কম। সোনালী ব্যাংক, মতিঝিল, ঢাকা, ১৯ জুন
চালতাগাছে ফুল ধরেছে। রাজবন বিহার, রাঙামাটি, ১৯ জুন
ঈদ উদ্‌যাপন শেষে বাড়ি থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১৯ জুন
মাছ ধরার বাঁশের তৈরি নানা সরঞ্জামের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। লালবাগ হাট, রংপুর, ১৯ জুন
প্রচণ্ড গরমের পর আষাঢ়ের প্রথম বৃষ্টিতে স্বস্তি ফিরেছে। ঝুম বৃষ্টির মধ্যে যানবাহনের আলো জ্বালিয়ে চলাচল করছেন চালকেরা। উত্তর আলেকান্দা সড়ক, বরিশাল নগর, ১৯ জুন
বিলের অল্প পানিতে নেমে খাবারের খোঁজে একটি পাখি। রায়েরমহল, খুলনা, ১৯ জুন
দ্রুতগতিতে এগিয়ে আসছে ট্রেন। বন্ধ রেলগেটের ফাঁক গলে সেই ট্রেনের সামনে দিয়ে পারাপার হন অনেকে। ঝুঁকি জেনেও সময় বাঁচাতে অনেকেই এমন অসচেতন কাজ করেন। রেলগেট, ঈশ্বরদী, পাবনা, ১৯ জুন
বরশি ফেলে বিল থেকে তেলাপিয়া মাছ ধরেছেন এক মৎস্যশিকারি। রায়েরমহল, খুলনা শহর, ১৯ জুন
ঈদের ছুটি শেষে শহরে ফিরছেন মানুষ। রাজশাহী রেলস্টেশন, ১৯ জুন
পেখম তুলেছে এক ময়ূর। চট্টগ্রাম চিড়িয়াখানা, ১৯ জুন
পরিবার–পরিজন নিয়ে ঈদের আনন্দ উদ্‌যাপন। ফয়’স লেক, চট্টগ্রাম, ১৯ জুন