একঝলক (০৩ এপ্রিল ২০২৫)

ঈদের ছুটির পর দেখা হওয়ায় দুজন রিকশাচালক নিজেদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। পলাশী, ঢাকা, ২ এপ্রিল
ছবি: জাহিদুল করিম
বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে ঈদের ছুটিতে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড়। পরিবার নিয়ে আনন্দে কাটছে সময়টা। ঢাকা, ২ এপ্রিল
বিমানবন্দরের সামনের মহাসড়কের বেহাল অবস্থার কারণে পুরো এলাকা ধুলায় ভরে যায়। যার কারণে দুর্ভোগে পড়েন ওই পথে চলাচলকারী ব্যক্তিরা। ঢাকা, ২ এপ্রিল
ঈদের ছুটিতে ফাঁকা মতিঝিল এলাকা। ঢাকা, ২ এপ্রিল
বইছে তাপপ্রবাহ। গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে সোহরাওয়ার্দী উদ্যানের লেকে গোসল করছে শিশু শাহিনুর। ঢাকা, ৩ এপ্রিল
প্রখর রোদ আর গরম বেড়ে যাওয়ার সঙ্গে কদর বাড়ছে মৌসুমি ফল তরমুজের। ট্রাকে করে তরমুজ এনে ফলের আড়তে নামানো হচ্ছে। এখান থেকে পাইকারি দরে কিনে নেবেন খুচরা বিক্রেতারা। সিলেট, ৩ এপ্রিল
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদ। প্রায় পানিহীন পিয়াইনের বুকে জেগে আছে চর। সিলেট, ২ এপ্রিল
নিজের খেত থেকে শুকানো ফরাস বিন তুলছেন এক নারী। রাঙামাটি, ৩ এপ্রিল
বটগাছের ডালে বসে আছে হরিয়াল পাখি। রাঙামাটি, ৩ এপ্রিল
গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র নদীর চরে আবাদ করা বাঙ্গি বিক্রির জন্য আনা হয়েছে। মৌসুমের শুরুতে দামটাও বেশ চড়া। প্রতিটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। রংপুর, ৩ এপ্রিল
শহরের দালান-কোঠার মধ্য থেকে সকালের সূর্য উঁকি দিচ্ছে। বরিশাল, ৩ এপ্রিল
বাহারি রঙের প্রজাতি বসেছে বুনোফুলে। রাঙামাটি, ৩ এপ্রিল
ঈদের ছুটিতে ঘুরে বেড়ানোর ফাঁকে শিশুদের চোখ যায় খেলনার দিকে। নানা রকমের খেলনার সাজানো ঈদমেলায়। সেখান থেকে পছন্দের খেলনা খুঁজছে শিশুরা। রংপুর, ৩ এপ্রিল
ঈদের তৃতীয় দিন কীর্তনখোলা নদীর তীরে ঘুরতে এসেছে দুই ভাই বোন। মুঠোফোনে বোনের ছবি তুলে দিচ্ছে ভাই। বরিশাল, ২ এপ্রিল
গজনী অবকাশ কেন্দ্রের ঝুলন্ত সেতুতে বিপুলসংখ্যক ভ্রমণপিপাসু মানুষের ভিড়। ঝিনাইগাতী, শেরপুর, ২ এপ্রিল
ঈদের তৃতীয় দিনে শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে আনন্দ করছে শিশুরা। শ্রীপুর, গাজীপুর, ২ এপ্রিল
ঈদুল ফিতর উপলক্ষে খুলনার হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপিঠ মাঠে আয়োজন করা হয় ঈদমেলার। মেলায় আচারের একটি দোকান থেকে পণ্য কিনছের ক্রেতারা। নয়াবাটি, খুলনা, ২ এপ্রিল
ঈদ উপলক্ষে বগুড়া শহরের সাতমাথায় শিশু খেলনা বিক্রির পসরা সাজিয়েছেন বসেছেন  বিক্রেতারা। সাতমাথা, বগুড়া শহর,২ এপ্রিল
পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ৩ এপ্রিল
মাঠজুড়ে চলছে তরমুজ তোলার ধুম। খেত থেকে ট্রাকে তরমুজ বোঝাই করছেন চাষিরা।  মিরসরাই, ৩ এপ্রিল
তিন চাকার ভটভটি গাড়িতে বাঁশ দিয়ে সাউন্ড সিস্টেম তুলে নেওয়া হয়েছে। তার ওপর চড়ে উচ্চ স্বরে গানের সঙ্গে চলছে নাচ। মহাসড়কে ঝুঁকিপূর্ণ এমন চলাচলে প্রায় দুর্ঘটনা ঘটলেও ফিরছে না সচেতনতা। লালনশাহ সেতু, পাকশী, পাবনা, ২ এপ্রিল
পানের বরজে কাজে ব্যস্ত এক চাষি। রংপুর, ২ মার্চ