একঝলক (১৬ জুন ২০২৪)

পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে বাড়িঘর। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঝিরারগাঁও গ্রামে, ১৫ জুন
ছবি: প্রথম আলো
ভুট্টা তোলার পর খেতে মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন কৃষকেরা। ফরিদপুর সদরের গোলডাঙ্গী এলাকায়, ১৫ জুন
খেত থেকে তিলসহ গাছ তুলে রোদে শুকাচ্ছেন এক নারী। ফরিদপুর সদরের গোলডাঙ্গী এলাকায়, ১৫ জুন
সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকায় নৌকা মেরামত করছেন এক বনজীবী। খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন তেঁতুলতলাচর গ্রামে, ১৫ জুন
ভারী বৃষ্টিতে টিলা ধসে দিনমজুর সোলেমান আলীর বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকি নিয়ে এই ঘরেই বসবাস করছেন পরিবারটির সদস্যরা। জুড়ী, মৌলভীবাজার, ১৫ জুন
পবিত্র ঈদুল আজহার আগের দিনে যানজটমুক্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ জুন
সড়কের পাশে বসেছে কোরবানির পশুর খাবারের হাট। পাবনার পৈলানপুর বড় ব্রিজ এলাকায়, ১৬ জুন
ঝুঁকি এড়াতে কাপড়ের মুখোশ ও চশমা পরে ঝালাইয়ের কাজ করছেন এক শ্রমিক। খুলনার জোড়াগেট এলাকায়, ১৬ জুন
হাটে বিক্রির জন্য মহিষ নিয়ে যাচ্ছেন ব্যাপারী। দাম হাঁকা হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। খুলনার খালিশপুর কদমতলা মোড়ে, ১৬ জুন
ঝড়ে রংপুর-বদরগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। রংপুরের বদরগঞ্জ উপজেলার চেংমারি এলাকায়, ১৬ জুন
মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। রংপুর নগরের উত্তর কেল্লাবন্দ এলাকায়, ১৬ জুন
সাইকেলে কাঁঠাল ঝুলিয়ে বিক্রি করতে হাটে যাচ্ছেন এক ব্যক্তি। রংপুরের ময়নাকুঠি এলাকায়, ১৬ জুন
পবিত্র ঈদুল আজহার আগে অনেকে নিজেদের মোটরসাইকেল পরিষ্কার করিয়ে নিচ্ছেন। ফরিদপুর সদরের গোয়ালচামট এলাকায়, ১৬ জুন