একঝলক (১৬ মার্চ, ২০২৩)

মাছ ধরতে ছোট নৌকায় জাল নিয়ে গভীর নদীতে যাচ্ছেন এই জেলে। বন্দরের কাইকারটেক এলাকায় ব্রহ্মপুত্র নদে, নারায়ণগঞ্জ, ১৬ মার্চ
ছবি: দিনার মাহমুদ
রোজা ঘনিয়ে আসায় মুড়ির চাহিদা বেড়েছে। ৫০ কেজি ওজনের মুড়ির বস্তাগুলো মিল থেকে ট্রলারে ওঠাচ্ছেন শ্রমিকেরা। বরিশাল, মাদারীপুর প্রভৃতি এলাকায় যাবে এসব মুড়ি। মানভেদে প্রতি কেজি ৫৭ থেকে ৬৫ টাকা পাইকারি দরে বিক্রি করা হচ্ছে মুড়ি। হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৬ মার্চ
উত্তরাঞ্চলে বিভিন্ন সময় উদ্ধার হওয়া শকুনগুলো চিকিৎসাসেবা শেষে প্রকৃতিতে অবমুক্ত করা হচ্ছে। শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র, সিংড়া শালবন, বীরগঞ্জ, দিনাজপুর, ১৬ মার্চ
কুমিল্লা বরুড়া উপজেলার শিল মুড়ি উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে সকাল থেকে নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিত। ডিমডোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বরুড়া, কুমিল্লা, ১৬ মার্চ
‘বাঁচাও নদ, বাঁচাও নদী, বাঁচতে চাও সবাই যদি’ স্লোগান নিয়ে বগুড়া জেলা নদী রক্ষা কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী বগুড়া নদী মেলা শহীদ খোকন পার্কে শুরু হয়েছে। এ উপলক্ষে বগুড়া শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৬ মার্চ
বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে গাছ থেকে ঝরে পড়েছে পাতা। সেগুলো পাতা জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কুড়িয়ে নিচ্ছেন এক নারী। জয়পুরপাড়া, বগুড়া শহর, ১৬ মার্চ
টিউবওয়েলের বাকেট বাজারজাতকরণের জন্য মোড়কীকরণ করছেন শেফালী বেগম। সপ্তাহজুড়ে এ কাজ করে মজুরি জোটে ১ হাজার ২০০ টাকা। এ উপার্জনে সংসারের খরচ চালান তিনি। নওদাপাড়া এলাকা, বগুড়া সদর, ১৬ মার্চ
স্বল্পমূল্যে ওএমএসের পণ্য কিনতে প্রতিদিন ভিড় বাড়ছে সাধারণ মানুষের। পণ্য কিনতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ। পণ্যবাহী ট্রাক আসার আগে থেকে অপেক্ষায় রয়েছেন তাঁরা। সুরমা পয়েন্ট, সিলেট, ১৬ মার্চ
পাইকারি দোকান থেকে প্লাস্টিকের ফুল কিনে তা খুচরা বিক্রির জন্য বেড়িয়েছেন মমতাজ মিয়া।সিএনজিচালকের কাছে বিক্রি করছেন সেই ফুল। কদমতলী মোড়, সিলেট, ১৬ মার্চ
সিলেট নগরের ঝালোপাড়া এলাকায় প্রস্তুত করা হয় নতুন রিকশা। সেখান থেকে সিলেটের বিভিন্ন এলাকায় রিকশা কিনে নেওয়া হয়। নতুন রিকশা নিয়ে যাওয়া হচ্ছে পাইকারি দোকানে। হুমায়ুন রশীদ চত্বর এলাকা, সিলেট, ১৬ মার্চ
বাবা গেছে কাজে, মা ব্যস্ত রান্নায়। পরী মনের আনন্দে দুলছে দোলনায়। আলীম গেট এলাকা, ফুলতলা উপজেলা, খুলনা, ১৫ মার্চ
ঢাকা-বরিশাল মহাসড়কে হেঁটে চলেছে বিশালদেহী হাতি। তার পিঠে ভাবসাব নিয়ে বসে আছেন মাহুত তরিকুল ইমলাম নামে এক যুবক। এই মাহুতের নির্দেশেই মহাসড়কে দিয়ে চলাচলরত যানবাহনগুলোর গতিরোধ করে হাতি নিজেই তুলছে চাঁদার টাকা। দেশের ব্যস্ততম এই মহাসড়কে এভাবে হাতি যানবাহনের গতিরোধ করায় রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। বড়ব্রিজ এলাকা, মস্তফাপুর, মাদারীপুর, ১৬ মার্চ
আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের আইলহাঁস-লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ভোটারদের ভোটদানের পদ্ধতি শেখাচ্ছেন। সকাল ১০টা, ১৬ মার্চ
দীর্ঘ সময় অনাবৃষ্টি আর খরায় পাহাড়ি ছড়ার পানি শুকিয়ে গেছে। পাহাড়ের নিচে গর্ত খুঁড়ে পানি সংগ্রহ করছেন এক পাহাড়ি নারী। তৈমুদং গ্রাম, সদর উপজেলা, রাঙামাটি, ১৬ মার্চ
কোমর তাঁতে হাদি (ওড়না) বুনছেন পাহাড়ি দুই তরুণী। পাহাড়ি নারীর ঐতিহ্যবাহী পোশাক হাদি। বাহারি রঙের নকশায় এসব হাদি বোনা হয়। তৈমুদং গ্রাম, সদর উপজেলা, রাঙামাটি, ১৬ মার্চ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিঘাটে এভাবেই ঘোড়ার গাড়িতে যাতায়াত করছে মানুষ। বালাসিঘাটে ঘোড়ার গাড়ির ষ্ট্যান্ড। ১৬ মার্চ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ও বিনোদপুর এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ী ব্যক্তিদের সুষ্ঠু বিচার এবং ছাত্র–ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ। প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ মার্চ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই সময় নৌকার প্রতীক সম্বলিত কার্ড ঝুলিয়ে গোপন বুথে ভোটারের সঙ্গে ঢুকে পড়েন লোকজন। জ্যেষ্ঠপুরা ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসা, ১৬ মার্চ
কারও হাতে পলিথিন, কারও হাতে ব্যাগ, কারওবা বস্তা। কেউ মাথায় ছাতা ধরে, কেউবা কাপড় রেখে সামলে নিচ্ছেন রোদের উত্তাপ। এভাবে সকাল থেকে টিসিবি পণ্যের জন্য কড়া রোদের মধ্যে বসে অপেক্ষা করছেন স্বল্প আয়ের মানুষ। চাঁন্দগাও ওয়ার্ড অফিসের সামনে, চট্টগ্রাম, ১৬ মার্চ