উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ বুধবার ভোট গ্রহণ চলছে। ৮৭টি উপজেলায় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। আজকের উপজেলা নির্বাচনের চিত্র নিয়ে ছবির গল্প।
চারটি ইভিএম মেশিনের একটিও চালু করা যায়নি। এতে বিরক্ত হয়ে অনেক ভোটার চলে যান। অনেকে ভোট দেওয়ার অপেক্ষায় কেন্দ্রে বসে থাকেন। পাবনার পিটিআই ভোটকেন্দ্র, সকাল ৯টায়ইভিএমে ভোট দিতে এসেছেন একজন নারী ভোটার। পাবনার সেন্ট্রাল গার্লস হাইস্কুল কেন্দ্র, সকাল সাড়ে ৯টায়মানিকগঞ্জ সদরের মুলজান উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটাদের উপস্থিতি বেশ কম দেখা যায়। সকাল ১০টায়নারী ভোটারদের সারি। সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বেলা সাড়ে ১১টায়ভ্যানে চড়ে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। রংপুর সদরের পাগলাপীর এলাকা, সকাল ৯টায়ভোটকেন্দ্রের সামনে নারী ভোটারদের সারি। রংপুর সদরের শিবেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সকাল সাড়ে ১০টায়ভোট দিতে এসেছেন নারী ভোটারেরা। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাইস্কুল কেন্দ্র, সকাল ১০টায়বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী ইফতারুল ইসলাম অভিযোগ করেছেন, তাঁকে বরাদ্দ দেওয়া ‘কাঠি আইসক্রিম’ প্রতীক ব্যালটে নেই। এর বদলে সেখানে ‘কুলফি আইসক্রিম’ দেওয়া হয়েছে। সকাল পৌনে নয়টায়মৌলভীবাজারের কমলগঞ্জের দেওরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, সকাল নয়টায়ভোটারের অপেক্ষায় নির্বাচনী কর্মকর্তারা। বগুড়া জিলা স্কুল কেন্দ্র, সকাল সাড়ে আটটায়রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র, সকাল পৌনে নয়টায়কেন্দ্রের সামনে নারী ভোটারদের সারি। রাজশাহীর পবা উপজেলার বড়গাছি কুঠিপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্র, সকাল সাড়ে নয়টায়