পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চারজন নিহত ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এমন পরিস্থিতিতে রাঙামাটিতে সতর্ক প্রহরায় বিজিবির সদস্যদের দেখা যায়। রাঙামাটি, ২১ সেপ্টেম্বর
শুরু হয়েছে শিখো-প্রথম আলোর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। হাসন রাজা মিলনায়তন, সুনামগঞ্জ, ২১ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তীব্র যানজটের সৃষ্টি করে। গাজীপুর, ২১ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
তীব্র রোদে প্রসাধন ও গৃহস্থালি মালামালের রং নষ্ট হয়ে যাবে, তাই কাপড় দিয়ে ঢেকে বিক্রি করতে বেড়িয়েছেন এই ফেরিওয়ালারা। রংপুর, ২১ সেপ্টেম্বরবাঁশের কঞ্চি দিয়ে তির-ধনুক তৈরি করে ধানখেতের আইল পথ দিয়ে খেলছে একদল শিশু। রংপুর, ২১ সেপ্টেম্বরআগাম জাতের আমন ধান কাটছেন কৃষক। শাহবাজপুর, রংপুর, ২১ সেপ্টেম্বরজিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পটুয়াখালী, ২১ সেপ্টেম্বরকুমার নদে কারেন্ট জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। নগরকান্দা, ফরিদপুর, ২১ সেপ্টেম্বরবাঁশগুলো নেওয়া হবে ফরিদপুরের সদরপুরে। তাই এগুলোকে দিয়ে ভেলা বানিয়ে ভাসিয়ে নেওয়া হবে। নগরকান্দা, ফরিদপুর, ২১ সেপ্টেম্বরনিজের পুকুরের মাছের খাবারের জন্য বিল থেকে শেওলা তুলছেন মৎস্যচাষি জাফর শেখ। সালথা, ফরিদপুর, ২১ সেপ্টেম্বরগ্রাম এলাকায় ঘুরে ঘুরে মাছের পোনা বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। রুই-কাতলা মাছের ৪ থেকে ৫ ইঞ্চি সাইজের পোনা ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। ঠেনঠেনিয়া, সালথা, ফরিদপুর, ২১ সেপ্টেম্বরগবাদিপশুর খাবার ধানের খড় বিক্রি করতে শহরে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। বদরপুর, ফরিদপুর, ২১ সেপ্টেম্বরঝিরিঝিরি বৃষ্টি থেকে রক্ষা পেতে মাথায় থার্মোকলের টুকরা ধরে গন্তব্যে ছুটছেন একজন। উকিলপাড়া, নারায়ণগঞ্জ, ২১ সেপ্টেম্বরঅসহনীয় রোদ আর গরমে পুকুরের পানিতে গোসল করছে শিশু। সিলেট, ২১ সেপ্টেম্বরকালিদাস পাহালিয়া নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে সুলতানপুর-মজুপুর সড়ক। সোনাগাজী, ফেনীশিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট দেখিয়ে মাদক, মিথ্যা ও মুখস্থ বিদ্যাকে না বলছে শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমি, পটুয়াখালী, ২১ সেপ্টেম্বরশিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অতিথিবৃন্দ। নাটোর, ২১ সেপ্টেম্বর