একঝলক (৬ ডিসেম্বর ২০২৪)

রস আহরণে খেজুরগাছে হাঁড়ি বাঁধবেন গাছি মিজানুর রহমান। হাঁড়ি বাঁধার আগে গাছ পরিষ্কার করার কাজে ব্যস্ত তিনি। পিয়ারপুর, কৈজুরী, সদর, ফরিদপুর, ৬ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
নদীর পানি কমেছে। স্রোতহীন পানিতে ভেলায় বসে বড়শি পেতে মাছ শিকার করছেন তিনি। মহাসিং নদ, শাহিন্তগঞ্জ, সুনামগঞ্জ, ৬ ডিসেম্বর
বর্ষার প্রমত্তা পদ্মা এখন শুকিয়ে অনেক স্থানেই জেগেছে চর। সেই চর ও পানির মধ্য দিয়ে চলছে গাড়ি-ঘোড়া। ঘাট দূরে সরে যাওয়ায় ঘোড়ার গাড়িতে করে দোকান সরিয়ে সেখানে নিয়ে যাচ্ছেন এক দোকানি। পদ্মাঘাট, পাবনা, ৬ ডিসেম্বর
প্রশাসনের নজরদারি না থাকায় আবাদি জমি নষ্ট করে ইটভাটা নির্মাণের সংখ্যা বেড়েই চলেছে দিন দিন। যত্রতত্র গড়ে ওঠা এসব অবৈধ ভাটায় আবার কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, তেমনি অন্যদিকে বাড়ছে পরিবেশদূষণ। কুষ্টিয়া পদ্মাঘাট, পাবনা, ৬ ডিসেম্বর
প্রজাপতি মেলায় অভিভাবকদের কোলে চড়ে প্রজাপতি দেখছে দুই শিশু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা, ৬ ডিসেম্বর
রোদ থেকে রক্ষায় ও চারা যাতে হেলে না পড়ে এ জন্য বাঁধাকপি ও ফুলকপির চারার পাশে কলাগাছের বাকল দিচ্ছেন কিষানি। রাঙাপানি গ্রাম এলাকা, রাঙামাটি, ৬ ডিসেম্বর
তিস্তা নদীর চরে দুরন্তপনায় মেতেছে তিন কিশোর। সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করছে আরেকজন। রমাকান্ত এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৬ ডিসেম্বর
শীতের সকালে খেতে কেটে রাখা পাকা ধানের আঁটিতে বসেছে শালিক পাখিরা। খেপ্পোপাড়া গ্রাম, রাঙামাটি, ৬ ডিসেম্বর
সকালের নরম রোদে সড়কের পাশে বসে মাছ ধরার জালের ছেঁড়া অংশ মেরামতের কাজে মগ্ন এক ব্যক্তি। হেতালবুনিয়া, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৬ ডিসেম্বর
হেমন্ত শেষ না হতেই দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। উত্তরের হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের অনুভূতি। সকালের ঘন কুয়াশা মধ্যেই গরু আর লাঙল-জোয়াল নিয়ে হালচাষ করতে জমিতে যাচ্ছেন কৃষক। তুলার ডাঙ্গা এলাকা, পঞ্চগড়, ৬ ডিসেম্বর
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত তিন দিনব্যাপী এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার ফেয়ারে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন শিক্ষার্থীরা। এশিয়ান ইউনিভাসিটি ফর উইমেন মিলনায়তন, চট্টগ্রাম, ৬ ডিসেম্বর
শীত কড়া নাড়লেও কমছে না মশাবাহিত রোগের সংক্রমণ। মশা নিধনে ওষুধ ছিটাচ্ছেন সিটি করপোরেশনের মশকনিধনের কর্মী। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা, ৬ ডিসেম্বর
রাজনৈতিক সহিংসতায় ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া বাস রাখা হয়েছে সড়কের পাশে। স্থানীয় বাসিন্দারা জানালেন, মামলার আলামত হিসেবে ১০ বছর ধরে গাড়িগুলো এখানে পড়ে আছে। এতে সড়কের অনেকাংশ ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। মানিকনগর, ঢাকা, ৬ ডিসেম্বর
পোড়ানোর আগে মাথায় ও দুই হাতে ইট হাতে এক শ্রমিক। ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। কেরানীগঞ্জ, ঢাকা, ৬ ডিসেম্বর
শীতের পোশাক কেনার আগে দোকানেই পরে দেখছেন এক ক্রেতা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা, ঢাকা, ৬ ডিসেম্বর