একঝলক (২৬ মার্চ ২০২৩)

আড়ত থেকে পেঁয়াজ কিনে পথের ধারে পরিষ্কার করে নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি করবেন তাঁরা। কামারগাড়ি এলাকা, বগুড়া, ২৬ মার্চ।
 ছবি: সোয়েল রানা
ট্রলারে তেরোখাদা উপজেলা থেকে মাছ নিয়ে খুলনা শহরে বিক্রি করতে চলেছেন ব্যবসায়ীরা। ১ নম্বর কাস্টমস ঘাট, খুলনা, ২৬ মার্চ।
তেলের চাহিদা মেটাতে এবার কৃষকেরা কুসুম ফুলের প্রতি অনেকটা ঝুঁকে পড়েছেন। লাল, হলুদসহ নানা বর্ণের কুসুম ফুল এভাবে খেতে ফুটে থাকায় এক অপরূপ দৃশ্য ধারণ করেছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ মার্চ।
প্লাস্টিকের বালতির ব্যবহার বাড়লেও বাজারে এখনো টিনের বালতির চাহিদা রয়েছে। কারখানা থেকে এনে দোকানে খুচরা দরে বিক্রি করা হয় এসব বালতি। কারখানা থেকে ভ্যানে বালতি নিয়ে দোকানে যাচ্ছেন এক ভ্যানচালক। বন্দরবাজার, সিলেট, ২৬ মার্চ।
পাইকারি বিক্রির জন্য ট্রাকে করে বাজারে টমেটো আনা হয়েছে। নামানো হচ্ছে টমেটোর ঝুড়ি। রোজায় খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো। কেজিতে ১০–১৫ টাকা বেড়ে খুচরা বাজারে ৪০-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে টমেটো। সোবহানীঘাট, সিলেট, ২৬ মার্চ।
সিলেট অঞ্চলের বিভিন্ন পাহাড়–টিলায় লেবুর চাষ হয়। এসব লেবু বিভিন্ন বাজারে ক্রেতাদের চাহিদা মেটায়। তবে রোজার শুরু থেকে বেড়েছে লেবুর দাম। শ্রীমঙ্গল থেকে লেবু এনে পাইকারি বাজারে বিকিকিনি চলছে। খুচরা বাজারে ছোট–বড় আকারভেদে এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়। সোবহানীঘাট, সিলেট, ২৬ মার্চ।
ভ্যানে করে প্লাস্টিকের হরেক রকম পণ্য সাজিয়ে বিক্রি করতে গ্রামীণ সড়ক দিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ মার্চ
ফরিদপুরে এ বছর ভুট্টার ভালো ফলন হয়েছে। বাজারে দামও বেশ ভালো। ভুট্টা তুলে খেতের মধ্যেই মাড়াই করেছেন তাঁরা। রোদে শুকিয়ে বাড়িতে নিতে বস্তায় ভরছেন দুই গৃহবধূ। হাফেজ ডাংগি এলাকা, চর মাধবদিয়া, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ মার্চ
জোড়া ঘুঘু পাখি। খাবার শিকারের ফাঁকে শিমুলগাছের ডালে বসে খুনসুটিতে মেতেছে ঘুঘু দুটি। ছালিয়া গ্রাম, সদর উপজেলা, সিলেট, ২৬ মার্চ
রোজায় কুমিল্লার বাজারে মিলছে বেল, আনারস, তরমুজ, ডাব, কলা, বরইসহ নানা জাতের দেশীয় ফল। বিক্রির জন্য ঝুড়িতে আনারস সাজাচ্ছেন এক বিক্রেতা। মনোহরপুর, কুমিল্লা, ২৬ মার্চ
নদ-নদীতে এখন পানি কম। ছোট নৌকা নিয়ে নদে মাছ শিকারে এসেছেন এলাকার মানুষজন। সিঙ্গাইর নদ, সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ২৬ মার্চ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বগুড়া জেলা শাখার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় আঁকায় ব্যস্ত শিক্ষার্থীরা। জেলা পরিষদ চত্বর, বগুড়া শহর, ২৬ মার্চ
বাঁশের তৈরি নানা রকমের খাঁচা নিয়ে বিক্রির জন্য হাটে যাচ্ছেন ব্যবসায়ীরা। কলেজ সড়ক, রংপুর, ২৬ মার্চ