উত্তরাঞ্চলে কদিন ধরে বেড়েছে শীতের প্রকোপ। তাই গরম কাপড় জড়িয়ে কাজের উদ্দেশ্যে যাত্রা করেছেন একদল শ্রমজীবী মানুষ। বিমানবন্দর সড়ক, ঈশ্বরদী, পাবনা, ২৯ ডিসেম্বর
গাছে ঝুলছে বিলিম্বি। পাহাড়ে বেশ চাহিদা এ ফলের। রাঙামাটি, ২৯ ডিসেম্বর
বিজ্ঞাপন
নদীপথে চট্টগ্রাম থেকে আসা কার্গো জাহাজ থেকে কয়লা খালাস করছেন শ্রমিকেরা। চর টেপোড়াকান্দি, ফরিদপুর সদর, ২৯ ডিসেম্বরনদীপথে চট্টগ্রাম থেকে কার্গো জাহাজে করে গম এসেছে। সেই গম খালাস করছেন শ্রমিকেরা। ফরিদপুর সদর, ২৯ ডিসেম্বরদিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া গ্রামে রঙিন আলুর জমজমাট পাইকারি বাজার। দিনাজপুর, ২৯ ডিসেম্বরবয়স ৬০ বছর হলে পেনশন দেওয়া, গ্রাম ও শহরে গরিবদের রেশন দেওয়া এবং গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পে বরাদ্দে লুটপাট বন্ধের দাবিতে বাংলাদেশ খেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেন দিনমজুরেরা। সাতমাথা এলাকা, বগুড়া, ২৯ ডিসেম্বরকুয়াশাঢাকা শীতের সকাল। ঠান্ডায় কাহিল হয়ে রেললাইনে জবুথবু হয়ে বসে আছেন মতিজা বেওয়া। রেলওয়ে বস্তি, বগুড়া, ২৯ ডিসেম্বরশীতের প্রকোপ বেড়েছে। শিশুকে গরম কাপড়ে জড়িয়ে নিয়েছেন এই অভিভাবক। বন্দর গুদারাঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ২৯ ডিসেম্বর মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ব্যবহার করা হচ্ছে ‘স্পিড গান’ (চলমান বস্তুর গতি পরিমাপক যন্ত্র)। চলাচলকারী যানবাহনের বেশি গতি হলেই দেওয়া হচ্ছে মামলা। হাইওয়ে পুলিশের এক সদস্য স্পিড গান দিয়ে যানবাহনের চলাচলের গতি মাপছেন। খান জাহান আলী সেতু এলাকা, খুলনা, ২৯ ডিসেম্বরচারটি সড়কের সংযোগস্থল ও খুলনা শহরের প্রবেশমুখ জিরো পয়েন্টে দীর্ঘদিন ধরেই ধুলার রাজ্য। আশপাশের বাসিন্দা ও চলাচলকারীরা ভোগান্তিতে। জিরো পয়েন্ট, খুলনা, ২৯ ডিসেম্বরআগাম জাতের বোরো ধান রোপণের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। এ জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে। বত্তরবিল, রংপুর, ২৯ ডিসেম্বরসিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রামে টমেটো চাষ করেন চাষিরা। মৌসুমের শুরুতেই এসব টমেটো পাওয়া যায় সিলেটের বিভিন্ন বাজারে। উমাইরগাঁও, সিলেট, ২৯ ডিসেম্বরইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যে ভোটারদের দীর্ঘ লাইন। মুগগাও আদর্শ উচ্চবিদ্যালয়, বরুড়া, কুমিল্লা, ২৯ ডিসেম্বরঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে যাত্রীবাহী পরিবহনসহ পণ্যবাহী গাড়ি। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট থেকে ছেড়ে যায় একটি রো রো। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ ডিসেম্বর