একঝলক (১৮ আগস্ট ২০২৪)

পরিবেশকর্মী ফকির শহীদুজ্জামানের পুকুরে ফুটেছে শরতের ফুল শাপলা। নবীনগর এলাকা, শেরপুর, ১৮ আগস্ট
ছবি: দেবাশীষ সাহা রায়
আমন ধান রোপণের ভরা মৌসুম এখন। বীজতলা থেকে কৃষকেরা আমন ধানের চারা তুলছেন। এই চারা রোপণ করবেন খেতে। বিজয়পুর এলাকা, কুমিল্লা, ১৮ আগস্ট
ছবি: এম সাদেক
যখন-তখন বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় কাজে বের হওয়া লোকজনকে। স্টেশন রোড, খুলনা, ১৮ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
মাটি দিয়ে চায়ের কাপ বানানো শেষে পোড়ানোর জন্য সাজিয়ে রাখছেন একজন মৃৎশিল্পী। বারপাড়া গ্রাম, কুমিল্লা, ১৮ আগস্ট
ভারী বৃষ্টিতে আঞ্চলিক মহাসড়ক বেহাল। সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঢাকা-পেন্নাই-মতলব সড়ক, পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ আগস্ট
হাওরের স্বচ্ছ পানিতে সাঁতার কাঁটছে রাজহাঁসের দল। বাউয়ারকান্দি হাওর এলাকা, সিলেট, ১৮ আগস্ট
হাওরাঞ্চলে এখন চারদিকে পানি। শুকনা বালুর মাঠে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরের দল। বাউয়ারকান্দি হাওর এলাকা, সিলেট, ১৮ আগস্ট
ধান ভাঙার কলে ধান ভেঙে টুকরিভর্তি চাল নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছেন তিনজন। বাকগুল হাওর, সিলেট, ১৮ আগস্ট
বাজারে বিক্রির জন্য খেত থেকে বরবটি তুলছেন এক চাষি। বাড়ৈপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৮ আগস্ট
আগে আগে চলছে জমি চাষ, পেছন পেছন ধানের বীজ ছিটাচ্ছেন চাষি। কিছুদিন পর খেত থেকে ধনেপাতা তুলে বিক্রি করবেন। কৃষ্ণপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৮ আগস্ট
ছাগল তো আর সাইকেলে চড়তে পারে না। তাই সেগুলোকে প্লাস্টিকের বড় ব্যাগে ভরে সাইকেলে ঝুলিয়ে হাটে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। পানবাড়ি এলাকা, রংপুর, ১৮ আগস্ট