একঝলক (৯ জুন, ২০২৩)

শর্ষেদানা পিষে তা থেকে তেল বের করার পর তৈরি হয় খইল। গোখাদ্য ও মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় এ খইল। কালিয়াবাজার, বেড়া, পাবনা, ৯ জুন
ছবি: হাসান মাহমুদ
যমুনা নদীতে পানি বাড়ছে।  পালতোলা নৌকায় চরাঞ্চল থেকে ফিরছেন এক মাঝি। যমুনা নদী, বেড়া, পাবনা, ৯ জুন
চরাঞ্চলের শিশুরা ছোট থেকেই সাঁতারে বেশ পটু হয়ে ওঠে। যমুনার চর, হাটুরিয়া-নাকালিয়া, বেড়া, পাবনা, ৯ জুন
যমুনা  বাড়ছে ভাঙন। নদীভাঙন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধনের আয়োজন করেন গ্রামবাসী। চর নাগদাহ, হাটুরিয়া নাকালিয়া, বেড়া, পাবনা, ৮ জুন
সকালে বৃষ্টিতে ভিজে শরীর জুড়াচ্ছে এক শিশু। উত্তর কেল্লাবন্দ এলাকা, রংপুর, ৯ জুন
পাখির হাটে ইগল আর চিল নিয়ে এসেছেন এক ব্যক্তি। চিলটির দাম হেঁকেছেন আট হাজার টাকা। আর ইগলটি এনেছেন দেখাতে। পাখি দুটি দেখতে উৎসুক অনেকে ভিড় জমান। নয়াবাটি, খুলনা, ৯ জুন
আলু বাছাই করছেন শিপন কাদির ও তালেব ব্যাপারী। বাছাই শেষে আলুগুলো পাইকারি দামে বিক্রি করবেন তাঁরা। গণেশপুর, শিবগঞ্জ, বগুড়া, ৯ জুন
বাড়ির উঠানে চুলায় হলুদ সেদ্ধ করছেন এক কিষানি। সেদ্ধ করার পর এই হলুদ শুকিয়ে বিক্রি করা হবে। উথলী, শিবগঞ্জ, বগুড়া, ৯ জুন
চাতালে ভুট্টা শুকাচ্ছেন তিন নারী। প্রতি মণ ভুট্টা শুকিয়ে তাঁরা মজুরি পাবেন ২০ টাকা। কাশিপুর, শিবগঞ্জ, বগুড়া, ৯ জুন
১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। ভোটকেন্দ্রে কালো কাপড় দিয়ে ঢেকে গোপন কক্ষ তৈরি করা হবে। সেই কাপড়ে গোপন কক্ষের নম্বর লিখছেন এক ব্যক্তি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, বরিশাল নগর, ৯ জুন
হাতি দিয়ে সড়কে গাড়ি থামিয়ে টাকা তোলার ঘটনা নতুন নয়। এভাবে প্রকাশ্যে সড়কের ধারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকেও টাকা তুলতে দেখা যায়। টাকা তোলা হয় বাজার থেকেও। বড় মাছ বাজার, নীলফামারী, ৯ জুন
বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে হাতপাখার চাহিদা বেড়েছে। সুতা ও কাপড়ের তৈরি হাতপাখা নিয়ে গ্রাম থেকে শহরে বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। পাইকারি দামে প্রতিটি পাখা বিক্রি করছেন ৩৫ থেকে ৪০ টাকায়। কাচারিবাজার, রংপুর, ৯ জুন