একঝলক (২৮ ডিসেম্বর ২০২৪)

ধুলাভর্তি মাঠে টেনিস বল নিয়ে খেলায় মেতেছে একদল শিশু–কিশোর। মিঠাপুকুর, রংপুর, ২৮ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
খাবারের সন্ধানে চলনবিলের পানিতে ওড়াউড়ি করছে একঝাঁক পাতি সরালি হাঁস। শীত এলেই হাওর-বাঁওড়, নদী-বিলে ঝাঁক বেঁধে অবস্থান করতে দেখা যায় এদের। শীত ছাড়া অন্য মৌসুমে সরালির ঝাঁক খুব একটি দেখা যায় না। কাটাখাল সেতু, চাটমোহর, পাবনা, ২৮ ডিসেম্বর
সার্কাসের জন্য আনা হাতি নিয়ে সড়কে সড়কে চাঁদা তুলছেন এক মাহুত। শিরোমণি, খুলনা, ২৮ ডিসেম্বর
পদ্মার কোল ঘেঁষে যাত্রীর সন্ধানে চলছে একটি ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি একসময় চরাঞ্চলের দ্রুততম বাহন হলেও এখন সেই স্থান দখল করে নিয়েছে মোটরসাইকেল। চরসাদিপুর, কুষ্টিয়া
হোগলাপাতা দিয়ে তৈরি টেবিল ম্যাট হাতে এক নারী উদ্যোক্তা। মিঠাপুকুর, রংপুর, ২৮ ডিসেম্বর
গোধূলিলগ্নে আকাশ ও নদী যেন মিলেমিশে গেছে। পদ্মা ঘাট, পাবনা, ২৭ ডিসেম্বর
নার্সারি থেকে শীতকালীন ফুলের গাছ তোলা হচ্ছে ভ্যানে। এরপর ভ্যানে করে বিভিন্ন পাড়া–মহল্লায় বিক্রি করা হবে। বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, ২৮ ডিসেম্বর
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর গ্রাম মৃৎশিল্পের জন্য প্রসিদ্ধ। মাটির তৈরি পণ্যের চাহিদা বাড়ায় সেখানে নতুন কারখানা তৈরি হচ্ছে। কারখানায় মাটির পাত্র তৈরির কাজ করছেন একজন নারী শ্রমিক। মধ্যম বিজয়পুর, কুমিল্লা, ২৮ ডিসেম্বর
সকালের মিষ্টি রোদে চা–বাগান থেকে চা–পাতা সংগ্রহ করছেন শ্রমিকেরা। গোফাপাড়া, পঞ্চগড়, ২৮ ডিসেম্বর
৫০ শতাংশ জমিতে বরবটি চাষ করেছেন কৃষক মক্রম আলী। গাছ থেকে বরবটি পেড়ে সাজাচ্ছেন বিক্রির জন্য। হাজিমুড়া, কুমিল্লা, ২৮ ডিসেম্বর
বাংলা একাডেমির সাধারণ পরিষদের বার্ষিক সভায় অংশ নিতে আসা ব্যক্তিদের একাংশ। বাংলা একাডেমি প্রাঙ্গণ, ঢাকা, ২৮ ডিসেম্বর
মৌসুম শুরুর আগেই বাজারে চলে এসেছে কালো তরমুজ। এবার ফলনও ভালো হয়েছে। নানিয়ারচর, রাঙামাটি, ২৮ ডিসেম্বর
কুয়াশার চাদরে মোড়া রাঙামাটি শহরে সকাল আটটার পরও যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। আসামবস্তি, রাঙাপানি সড়ক, রাঙামাটি, ২৮ ডিসেম্বর
শিকার ধরতে বিলে ছুটে বেড়াচ্ছে একটি বক। জয়ন্তীবাড়ি ভেঁপড়ার বিল, শাজাহানপুর, বগুড়া, ২৮ ডিসেম্বর
শীতে খেজুরের রস আহরণ করতে গাছ পরিষ্কার করছেন একজন গাছি। আলালপুর, কৈজুরী, ফরিদপুর, ২৮ ডিসেম্বর