জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসছে। কাপ্তাই হ্রদে আসতে শুরু করেছেন পর্যটক। পর্যটন এলাকা, রাঙামাটি, ১৪ আগস্ট
শিক্ষার্থীরা সড়ক পরিষ্কারসহ সড়ক বিভাজনে গাছ লাগাচ্ছেন। বয়রা, খুলনা শহর, ১৪ আগস্ট
বিজ্ঞাপন
বাড়ির উঠানে বাঁশের আড়ায় পাটের আঁশ শুকাচ্ছেন কৃষক। বাজারে এখন প্রতি মণ পাট ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মহিরউদ্দিন মৃধার ডাংগী এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ১৪ আগস্ট
বিজ্ঞাপন
হাটে বেচাকেনা চলছে। গ্রামীণ নারী-পুরুষ নিজেদের ফসলাদি বিক্রি করতে হাটে এসেছেন। শশী দেওয়ান পাড়া এলাকা, বনরুপা, রাঙামাটি, ১৪ আগস্টকাজ পাওয়ার জন্য বসে আছেন শ্রমিকেরা। আলীপুর এলাকা, ফরিদপুর, ১৪ আগস্টওএমএস থেকে আটা ও চাল কিনতে সারি ধরে অপেক্ষা করছেন নারী-পুরুষেরা। ছোটরা এলাকা, কুমিল্লা, ১৪ আগস্টদুই বিঘা জমিতে অটো শিমের আবাদ করেছেন মীর সাব্বির। এখন মাচা তৈরির কাজে ব্যস্ত। মালিগাছা, পাবনা, ১৪ আগস্টস্কুল ছুটির পর বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। টেবুনিয়া, পাবনা, ১৪ আগস্টমৌসুমি ফল বা সবজির পরিবহনের জন্য বাজারে প্লাস্টিকের ক্যারেটের চাহিদা রয়েছে। মানভেদে একেকটি ক্যারেট বিক্রি হয় ১০০ থেকে ১৫০ টাকায়। স্টেশন রোড, সিলেট, ১৪ আগস্টট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য কাঁঠাল রাখা হয়েছে। খালাশপির এলাকা, পীরগঞ্জ, রংপুর, ১৪ আগস্টআমন ধানের খেতে সার ছিটাচ্ছেন চাষি। ভিকনপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৪ আগস্ট