একঝলক (২০ আগস্ট ২০২২)

সাতসকালে জমে উঠেছে কলার বাজার। পাইকারিতে প্রতি পণ (৮০টি) কলা মানভেদে ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চেলোপাড়া চাষীবাজার, বগুড়া, ২০ আগস্ট
ছবি: সোয়েল রানা
তিন শ টাকা মজুরির দাবিতে আজ শনিবার সকালের দিকে চা–শ্রমিকেরা অষ্টম দিনের মতো ধর্মঘট পালন করেন। বিকেলে অবশ্য এই মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২০ আগস্ট
সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা কিনতে বিক্রয়কেন্দ্রে ভিড় করেছেন নারী-পুরুষ। প্রতিদিন ১০০ পুরুষ ও ১০০ নারীকে পণ্য দেওয়া হয়। চিংল্হা মং মারি স্টেডিয়াম, রাঙামাটি, ২০ আগস্ট
সদর উপজেলার সুবর্নপুর গ্রামের ইমরুল হাসান গোমতী নদীর চরে চার বছর আগে চাষ করেছেন মাল্টার। গত বছর থেকে শুরু হয়েছে ফলন। এ বছর ব্যাপক ফলন হয়েছে সবুজ মাল্টার। সুবর্নপুর গ্রাম, কুমিল্লা,২০ আগস্ট
রোপণের জন্য বীজতলা থেকে ধানের চারা তুলছেন এক কৃষক। অনাবৃষ্টিতে জমি শুকনা থাকায় এ বছর সেচ দিয়ে চারা রোপণ করতে হচ্ছে তাঁদের। বাসুদেবপুর, মালঞ্চী, পাবনা, ২০ আগস্ট
গোধূলির আলোয় শরতের আকাশ সেজেছে নিজের মতো করে। কোম্পানীগঞ্জ, সিলেট, ১৯ আগস্ট
চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এর ফলে তাঁতিদের উৎপাদন কমে অধিকাংশ তাঁত কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ডিজেলের দাম বাড়ায় লুঙ্গি, শাড়ি ও গামছা তৈরিতে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে। তামাই গ্রাম, বেলকুচি, সিরাজগঞ্জ, ২০ আগস্ট
তিন শ টাকা মজুরির দাবিতে সিলেটের চা-বাগানগুলোর শ্রমিকেরা অষ্টম দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট করেছেন। সকাল থেকে চা-বাগান এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকেরা। বিকেলে অবশ্য এই মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালনীছড়া চা-বাগান, সিলেট, ২০ আগস্ট
শীতের মৌসুম শুরু হওয়ার আগেই সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি বিলে হয়ে গেল ‘পলো বাওয়া উৎসব’। বিলের পানি আগাম শুকিয়ে আসায় মৌসুমের আগেই পলো বাওয়া উৎসব করেছেন গ্রামের মানুষ। গোয়াহরি বিল, দৌলতপুর, সিলেট, ২০ আগস্ট
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের। রাজধানীসহ দেশের ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২০ আগস্ট
খাঁচার ভেতর বন্য প্রাণী বন্দী করে রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নিজেকে খাঁচায় বন্দী করে প্রতিবাদ জানান পশুপ্রেমী হোসেন সোহেল। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২০ আগস্ট