বাহারি রঙের একটি ফড়িং। বোদিপুর, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর
গাছের ডালে বসে আছে একটি পাহাড়ি ময়না। বোদিপুর বন বিহার, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
হাটে বিক্রির জন্য ঝুড়িভর্তি করে বাতাবিলেবু এনেছেন বিক্রেতারা। ঘিলাছড়ি, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
পানিতে ভিজিয়ে রাখা পাটের আঁশ ছাড়াচ্ছেন দুই কৃষক। আলালপুর, ফরিদপুর, ১৯ সেপ্টেম্বরশীত সামনে রেখে লেপ তৈরির কাজে ব্যস্ত কারিগর। গোয়ালচামট, ফরিদপুর, ১৯ সেপ্টেম্বরজমি থেকে কাঁকরোল তুলে পাইকারের কাছে বিক্রি করছেন চাষি। মিঠাপুকুর, রংপুর, ১৯ সেপ্টেম্বরবিভিন্ন খাল-বিল, নদী–নালা পানিতে থই থই। সেখানে বিভিন্ন উপায়ে মাছ ধরছেন শৌখিন মৎস্য শিকারিরা। বিজয়পুর, কুমিল্লা, ১৯ সেপ্টেম্বরমাটির তৈজসপত্র বানানোর কাজে ব্যস্ত কারিগর। বারপাড়া, কুমিল্লা, ১৯ সেপ্টেম্বর বাজারে বিক্রির জন্য হাওর থেকে শাপলা তুলে আনছেন এক ব্যক্তি। দক্ষিণ সুরমা, সিলেট, ১৯ সেপ্টেম্বরপ্রখর রোদের মধ্যে ছাতা মাথায় গরু নিয়ে মাঠের দিকে যাচ্ছেন এক ব্যক্তি। জলকরকান্দি, সিলেট, ১৯ সেপ্টেম্বর বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকেরা খাল পরিষ্কার করছেন। মড়ক খোলার পুল, বরিশাল, ১৯ সেপ্টেম্বর