একঝলক (৪ এপ্রিল ২০২৪)

সূর্যমুখী ফুলে মৌমাছির আনাগোনা। রূপসা, খুলনা, ৪ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
ঝোপঝাড়ে গাছের পাতায় বসার চেষ্টা করছে একটি প্রজাপতি। রূপসা, খুলনা, ৪ এপ্রিল
বোরো ধানের জমিতে কীটনাশক ছিটাচ্ছেন একদল কৃষক। শেরপুর, বগুড়া, ৪ এপ্রিল
বাজারের চেয়ে একটু সাশ্রয়ী বা কম দামে পণ্য কিনতে তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে টিসিবির ট্রাকের অপেক্ষায় বসে আছেন স্বল্প আয়ের মানুষেরা। মেন্দিবাগ, সিলেট, ৪ এপ্রিল
খেত থেকে পাকা ভুট্টা তোলার উপযোগী হয়েছে কি না, তা পরখ করছেন এক কৃষক। গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ এপ্রিল
তালগাছের পাতায় বাসা বুনছে বাবুই পাখি। টুনিপাড়া, শেরপুর, বগুড়া, ৪ এপ্রিল
বিলের পানিতে কচুরির মধ্যে লুকিয়ে থাকা মাছ পলো দিয়ে ধরছেন এক মৎস্যশিকারি । গোয়ালকান্দি, ফরিদপুর, ৩ এপ্রিল
কুমিল্লা নগরের একমাত্র বিনোদনকেন্দ্র নগর শিশু উদ্যান। আসন্ন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন খেলার রাইডসগুলো মেরামত ও রং করা হচ্ছে। কুমিল্লা, ৪ এপ্রিল
চৈত্রের কাঠফাটা রোদে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় রিকশায় শুয়ে আছেন এক চালক। সিলেট, ৪ এপ্রিল
ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে রেলপথ মেরামত করছেন রেলশ্রমিকেরা। কাউনিয়া, রংপুর, ৪ এপ্রিল
মাছ শিকারের উদ্দেশ্যে বিদ্যুতের তারে বসে আছে চিলের দল। কিশোরগঞ্জ, ৪ এপ্রিল
তিস্তার চরজুড়ে এখন বাদামের আবাদ। চৈত্রের কাঠফাটা রোদ উপেক্ষা করে বাদামখেতে কাজ করছেন কৃষক। কাউনিয়া, রংপুর, ৪ এপ্রিল
গরুর পাল নিয়ে বাড়িতে ফিরছেন একজন কৃষক। কিশোরগঞ্জ, ৪ এপ্রিল