একঝলক (২৭ জুলাই ২০২৪)

বট ফলের খোঁজে বসন্তবাউরি পাখি। নতুনবাজার, খুলনা, ২৭ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
নদীপথে সিলেট থেকে খুলনায় কার্গোতে এসেছে বালু। কার্গো থেকে সে বালু নামাচ্ছেন শ্রমিকেরা। ২ নম্বর কাস্টম ঘাট, খুলনা, ২৭ জুলাই
ছুটির দিনেও পর্যটকশূন্য রাঙামাটি। পর্যটকদের অন্যতম আকর্ষণ ‘ঝুলন্ত সেতু’ খালি পড়ে আছে। রাঙামাটি, ২৭ জুলাই
কোমরসমান পানিতে নেমে পাট কাটছেন কৃষকেরা। ডোমসার এলাকা, শরীয়তপুর, ২৭ জুলাই
গাছে ফুটে আছে বর্ষার ফুল কদম। ধানগড়া এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ জুলাই
পুকুর সেচে মাছ ধরছেন কয়েকজন। গঙ্গাদাস এলাকা, রংপুর, ২৭ জুলাই
বাড়ি থেকে অনেক দূরে ধানখেত। সাইকেলে করে সেখানে ধানের চারা নিয়ে যাচ্ছেন চাষিরা। পানবাজার এলাকা, রংপুর, ২৭ জুলাই
প্রখর রোদ, তবুও শিশুদের দুরন্তপনার শেষ নেই। ঝরে পড়া সুপারিগাছের খোলকে গাড়ি বানিয়ে খেলছে তারা। উত্তর কেল্লাবন্দ এলাকা, রংপুর, ২৭ জুলাই
ছুটির দিনেও পর্যটকের দেখা নেই খাগড়াছড়ি আলুটিলা পর্যটনকেন্দ্রে। আলুটিলা, খাগড়াছড়ি, ২৭ জুলাই
সড়কের পাশে মাছ ধরার ‘আন্তা’ (চাঁই) বিক্রির জন্য বসেছেন বশির মিয়া। আকারভেদে প্রতিটি আন্তার দাম ১৫০ থেকে ৩০০ টাকা। চৌবারা বাজার, কুমিল্লা, ২৭ জুলাই
সমুদ্রে মাছ ধরার মৌসুম শুরু হয়েছে। গভীর সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ফিশারিঘাট এলাকা, চট্টগ্রাম ২৭ জুলাই