পানি বাড়ছে চলনবিলে। সেই পানিতে নৌকা নিয়ে কেউ মাছ শিকার করছেন, কেউবা ঘুরতে বেরিয়েছেন। পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার এলাকা, ৩০ জুলাই
বৃষ্টির পর আকাশে দেখা দিয়েছে রংধনু। পাবনার দিলপাশারের বাউজান সেতু এলাকা, ২৯ জুলাই
বিজ্ঞাপন
চাকরি স্থায়ী করার দাবিতে টানা ১৩ দিন অবস্থান ধর্মঘট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। আজ সকাল ৯টা থেকে আমরণ অনশনে বসেছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে, ৩০ জুলাই
বিজ্ঞাপন
দূরদূরান্ত থেকে আনা হয়েছে নানা ধরনের কলা। পাইকারিতে দুই পণ কলা মানভেদে ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। বগুড়া শহরের চাষিবাজার এলাকা, ৩০ জুলাইহাওর থেকে কচুরিপানা সংগ্রহ করে নৌকায় করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। সিলেট সদরের জিলকার হাওর নোওয়াগাঁও এলাকা, ৩০ জুলাইপুকুর থেকে মাছের পোনা সংগ্রহ করে তা মৎস্য খামারির কাছে বিক্রি করা হচ্ছে। শেরপুর শহরের গোপালবাড়ী এলাকা, ৩০ জুলাইহাওরের পাশে খালে জাল পেতে মাছ ধরছেন এক জেলে। সিলেট সদরের জিলকার হাওর, ৩০ জুলাইআধুনিক পদ্ধতিতে প্লাস্টিক পটে তৈরি করা হয়েছে বীজতলা। এসব পট থেকে পাওয়া চারা ধান মেশিনের সাহায্যে রোপণ করা হবে। গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকা, ৩০ জুলাইরেশম পোকার গুটি শুকাচ্ছেন এক নারী। কুমিল্লার ময়নামতির বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের বীজাগার মাঠ, ৩০ জুলাইবরিশাল থেকে আনা আমড়া বাছাই করে রাখছেন বিক্রেতা আবদুল বারেক। পাইকারিতে প্রতি কেজি ২০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করেন। নারায়ণগঞ্জের চারারগোপ ফলের আড়ত, ৩০ জুলাইসবুজ ধানগাছে ঢাকা পড়েছে পাহাড়। জুমচাষি পাহাড়ি এক তরুণ সেই ধান পাহারা দিচ্ছেন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই মৌজার উদয়পুর বাজার এলাকা, ৩০ জুলাই কৃষকের ঘরে উঠছে নতুন পাট। পাট বিক্রি করতে হাটে যাচ্ছেন কৃষক সালাউদ্দিন শেখ। বাজারে প্রতি মণ পাট ২ হাজার ৭০০ টাকা থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ফরিদপুরের চর মাধবদিয়া এলাকা, ২৯ জুলাইচট্টগ্রাম থেকে নদী পথে আসা বালু কার্গো জাহাজ থেকে খালাস করছেন বন্দরের শ্রমিকেরা। এই কাজে তাঁরা ৬০০ থেকে ৭০০ টাকা মজুরি পান। ফরিদপুরের আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, ৩০ জুলাইমাছ ধরতে সুরমা নদীতে জাল ফেলছেন এক ব্যক্তি। সিলেট নগরের কুশিঘাট এলাকা, ৩০ জুলাইমূলত শীত মৌসুমে শিম চাষ হয়। তবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিকৃবি-১ জাতের গ্রীষ্মকালীন শিম লাগিয়েছেন এক চাষি। ফলনও ভালো হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের ডেংগারবন, ২৯ জুলাই