গরম কমার কোনো লক্ষণ নেই। তাই এখনো আছে হাতপাখার কদর। মাথায় হাতপাখা নিয়ে ফেরি করে বিক্রি করছেন এই ব্যক্তি। মেডিকেল মোড়, রংপুর, ১৬ সেপ্টেম্বর।
বিক্রির জন্য কলা মাথায় করে নিয়ে যাচ্ছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। তাজহাট, রংপুর, ১৬ সেপ্টেম্বর।
বিজ্ঞাপন
ছুটির দিনে আশপাশের শিশুশিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে এসে খেলায় মেতে উঠেছে। লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
কৃষকের কাছ থেকে পাট কিনেছেন ব্যবসায়ীরা। সেই পাট গোডাউনে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হচ্ছে। বানেশ্বর হাট, পুঠিয়া, রাজশাহী, ১৬ সেপ্টেম্বর। স্থানীয় বাজারে কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনছেন ব্যবসায়ীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য তা বস্তায় ভরছেন শ্রমিকেরা। বানেশ্বর হাট, পুঠিয়া, রাজশাহী, ১৬ সেপ্টেম্বর।দেশব্যাপী শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। তার জন্য চলছে প্রশিক্ষণ। টুর্নামেন্টে অংশ নেবে কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর প্রাথমিক বিদ্যালয়ের এই খুদে শিক্ষার্থীরা। ১৬ সেপ্টেম্বর। মাছ ধরার সরঞ্জাম নিয়ে গোমতী নদীতে মাছ শিকারে যাচ্ছেন এই দুই ব্যক্তি। ঝাঁকুনিপাড়া, কুমিল্লা সদর, ১৬ সেপ্টেম্বর সড়কের পাশে ডোবায় ফুটেছে লাল শাপলা ফুল। চানপুর, কুমিল্লা সদর, ১৬ সেপ্টেম্বরধরলা নদীর বুকে পালতোলা নৌকা। যাত্রাপুর, কুড়িগ্রাম, ১৬ সেপ্টেম্বরস্নিগ্ধ সকালে হালের গরু নিয়ে জমি চাষ করতে যাচ্ছেন চাষি। সিঙ্গেরডাবরি, রাজারহাট উপজেলা, কুড়িগ্রাম, ১৬ সেপ্টেম্বরনীলাভ রূপ ধারণ করেছে বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকির পানি। খাবার শিকারের আশায় হাওরের বুকে করচগাছের ডালে বসে আছে পানকৌড়ির ঝাঁক। হাকালুকি হাওর, ঘিলাছড়া, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ১৫ সেপ্টেম্বর। পাইকারি দোকান থেকে জুতা কিনে তা টুকরিতে নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন এই ব্যক্তি। জিন্দাবাজার, সিলেট, ১৬ সেপ্টেম্বর