খেতের আলপথ দিয়ে ছাগল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। শুকানচকি, রংপুর, ১৯ মার্চবাড়ির পাশের জমিতে লালশাক চাষ করেছেন কৃষক শফি শেখ। খেত পরিচর্যা করছেন তিনি। তাম্বুলখানা, কৈজুরী, ফরিদপুর, ১৯ মার্চ
হিমাগারে প্রবেশের অপেক্ষায় আলুভর্তি ট্রাকের সারি। ময়নাকুঠি, রংপুর, ১৯ মার্চ মশারিকে জাল বানিয়ে খাল থেকে মাছ ধরছেন তাঁরা। পিয়ারপুর, কৈজুরী, ফরিদপুর, ১৯ মার্চ
বিজ্ঞাপন
ঈদযাত্রা সামনে রেখে বাসে রং করা হচ্ছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল, রংপুর, ১৯ মার্চঈদকে কেন্দ্র করে কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। সেন্ট্রাল রোড, রংপুর, ১৯ মার্চ
বিজ্ঞাপন
সিলেট-তামাবিল সড়কে লেগুনা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। ঘাটেরচটি, সিলেট, ১৯ মার্চসেমাই রোদে শুকাতে দিচ্ছেন শ্রমিকেরা। পবিত্র ঈদুল ফিতরে চাহিদা বেড়ে যাওয়ায় সেমাই উৎপাদনে ব্যস্ততা বেড়েছে কারখানায়। ফ্লাওয়ার মিল, বিসিক শিল্পনগর, কুমিল্লা, ১৯ মার্চখেত থেকে উচ্ছে তুলছেন এক কৃষক। বিনোদপুর, মেঘনা, কুমিল্লা, ১৯ মার্চঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পোশাক কিনতে এসেছেন খুচরা ব্যবসায়ীরা। পাইকারি পোশাক প্রস্তুতকারী মার্কেট, দেওভোগ এলাকা, নারায়ণগঞ্জ, ১৯ মার্চপুকুরপাড়ে এসে বসেছে এক আহত শঙ্খচিল। আদমপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ মার্চধানখেত থেকে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করছেন এক নারী। শুভপুর, কুমিল্লা, ১৯ মার্চঝুঁকি নিয়ে মহাসড়কের বিভাজক পার হচ্ছে মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ মার্চআমগাছের ডালে বসেছে স্ত্রী কোকিল। শ্রীপুর, গাজীপুর, ১৯ মার্চরান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করতে বাঁশের কঞ্চি কেটে টুকরা করছেন এক নারী। মোস্তফাডাঙ্গী, অম্বিকাপুর, ফরিদপুর, ১৮ মার্চ সূর্যমুখী ফুলের বাগান পরিচর্যায় ব্যস্ত চাষি। ফলন বেশি ও লাভজনক হওয়ায় পাহাড়ে সূর্যমুখী চাষ বাড়ছে। জুনুমাছড়া গ্রাম, কাউখালী, রাঙামাটি, ১৯ মার্চমসুর ডাল মাড়াই শেষে ফেলনা অংশ বস্তায় ভরে নিয়ে যাচ্ছেন এক নারী। গোলডাঙ্গী, নর্থ চ্যানেল, ফরিদপুর, ১৮ মার্চনিজের তৈরি পলো ভ্যানে নিয়ে হাটে যাচ্ছেন কারিগর জাহাঙ্গীর শেখ। বদরপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১৯ মার্চগাছের ডানে বসে আছে সবুজ পালক ও নীল গলার বসন্তবাউরি পাখি। ফুরমোনপাড়া, রাঙামাটি, ১৮ মার্চযাত্রীছাউনির সামনে সড়কে অবৈধভাবে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। মোহাম্মদপুরের বছিলা মোড়, ঢাকা, ১৯ মার্চ শ্যালো মেশিনের পানিতে গোসল করছে শিশু-কিশোরেরা। মনিদহ, পাবনা, ১৮ মার্চ সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তানভীর মাহমুদ। আজ মঙ্গলবার তাঁর পাশাপাশি জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতে, ১৯ মার্চবসে আছে ধূসররঙা একটি হুদহুদ পাখি। সঙ্গে আছে ফিঙেও। কুমারগাঁও, সিলেট, ১৮ মার্চ রাজধানীর শপিং মলগুলোতে শুরু হয়েছে শিশুদের ঈদের কেনাকাটা। নয়াপল্টনের গাজী শপিং সেন্টার থেকে তোলা, ১৯ মার্চ অফিস ছুটির পর ইফতারের আগমুহূর্তে গণপরিবহন না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন সাধারণ মানুষ। জিপিও–গুলিস্তান সড়কে, ১৯ মার্চবাজারে চড়া দামের মধ্যে পবিত্র রমজানে প্রাণিসম্পদ অধিদপ্তর ভ্রাম্যমাণ ট্রাকে করে ঢাকার ২৫টি পয়েন্টে কম দামে গরু, খাসি ও মুরগির মাংস; ডিম, দুধ বিক্রি করছে। সেকশন, নবাবগঞ্জ রোড, লালবাগ, ঢাকা, ১৯ মার্চঅবন্তিকা ও অংকনের অপমৃত্যুর সুষ্ঠু বিচার ও তদন্তের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে লাল কার্ড প্রদর্শন করেন ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে শিক্ষার্থীরা। ঢাকা, ১৯ মার্চপার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সম্মিলিত বৃহত্তর গণ–আন্দোলনের ডাক দিয়ে সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন নামের সংগঠন। পল্টন মোড়ে, ১৯ মার্চ