বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে হোগলার পাটি বিক্রির জন্য বের হয়েছেন এক ব্যক্তি। মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কুমিল্লা, ১৩ জুন
বিজ্ঞাপন
রং করা শেষে বাটিকের ওড়না রোদে শুকাতে দেওয়া হচ্ছে। বারপাড়া এলাকা, কুমিল্লা, ১৩ জুন
বিজ্ঞাপন
জমি থেকে কাঁকরোল তুলছেন এই কিষানি। বাড়ৈপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৩ জুন বিলাতি ধনেপাতা খেত থেকে তুলে এনে পাহাড়ি ছড়ায় পরিষ্কার করছেন চাষিরা। ওয়াগগা দেবতা ছড়ি গ্রাম এলাকা, কাপ্তাই, রাঙামাটি, ১৩ জুনচাতালে ধান শুকানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা। মাদারডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১৩ জুন পাকা আম খেয়েছে কাঠবিড়ালিটি। ত্রিপুরাছড়া গ্রাম, কাপ্তাই, রাঙামাটি, ১৩ জুনভোর থেকে ভারী বৃষ্টি শুরু হয় সিলেট নগরে। এ সময় নগরের নিচু এলাকার সড়কগুলোয় জলাবদ্ধতা দেখা দেয়। শাহজালাল উপশহর এলাকা, সিলেট, ১৩ জুন সড়ক সংস্কারের জন্য বিভিন্ন উপকরণের মিশ্রণ তৈরি করছেন শ্রমিকেরা আড়ংঘাটা, দিঘলিয়া, খুলনা, ১৩ জুন সকালবেলা কাজের খোঁজে বেরিয়েছেন এই দিনমজুর। লাহিড়ীহাট এলাকা, রংপুর, ১৩ জুন বিক্রির জন্য গুদাম থেকে ট্রাকে করে পাট নিয়ে যাওয়া হচ্ছে। বনগ্রাম, পাবনা, ১৩ জুন বাগানের গাছে ঝুলছে আম। পাইকার হাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৩ জুনরাজধানীর গাবতলীতে পশুর হাটে একটি মহিষের শিঙের গুঁতা খেয়ে দৌড় দিয়েছেন রফিকুল ইসলাম। তিনি এই হাটে পটুয়াখালী থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন। গাবতলী, ঢাকা, ১৩ জুনরাজধানীর গাবতলীতে ঈদে ঘরমুখী যাত্রীদের ভিড় বাড়ছে। প্রচণ্ড গরমের মধ্যে ৪ বছরের আসমাউল হুসনাকে নিয়ে নাটোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন মা। গাবতলী, ঢাকা, ১৩ জুনঝুঁকি নিয়ে রংপুর-ঢাকা চার লেন মহাসড়কে ধান শুকাচ্ছেন মানুষ। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বৈরাগীগঞ্জ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৩ জুনসড়ক বিভাজকে ফুটেছে দৃষ্টিনন্দন টাইম ফুল। মহাসড়কে শোভা ছড়াচ্ছে টাইম ফুল। রংপুর-ঢাকা মহাসড়ক, ধর্মদাস এলাকা, রংপুর, ১৩ জুনপ্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজশাহী ছাড়তে শুরু করেছে মানুষ। শিরোইল ঢাকা বাস টার্মিনাল, রাজশাহী, ১৩ জুনকোরবানির পশু জবাইয়ের জন্য নানা ধরনের ছুরি-কাঁচির প্রয়োজন হয়। তাই কামারপট্টিতে কামারেরা ছুরি-কাঁচি তৈরি করতে ও শাণ দিতে ব্যস্ত সময় পার করছেন। হাটখোলা, বরিশাল, ১৩ জুনঈদের আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যে রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটতে শুরু করেছে বেশির ভাগ মানুষ। সড়কপথে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে অধিকাংশ মানুষ লঞ্চে নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাটে নামছেন। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ জুনস্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে লোকজন। তাই চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রায় সব ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। বেলা সাড়ে তিনটায়। রেলস্টেশন, চট্টগ্রাম, ১৩ জুনঈদের আগে ব্যাংকের শেষ কর্মদিবসে টাকা লেনদেন করতে আসা মানুষের উপচে পড়া ভিড়। সোনালী ব্যাংক প্রধান কার্যালয়, ঝিলটুলী এলাকা, ফরিদপুর, ১৩ জুনপবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলায় প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ মাঠ। কমলাপুর চাঁদমারী এলাকা, ফরিদপুর, ১৩ জুন