একঝলক (১৪ জুলাই ২০২৪)

রঙ্গন ফুল থেকে মধু আহরণ করছে প্রজাপতি। পুলিশ সুপার কার্যালয়, বগুড়া, ১৪ জুলাই
ছবি: সোয়েল রানা
পাইকারি দরে আনারস কিনে খুচরা বিক্রির জন্য বেরিয়েছেন এক বিক্রেতা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৪ জুলাই
পাহাড়ে বেশ ভালো ফলন হচ্ছে বিদেশি ফল রাম্বুটানের। পাকা ফল সংগ্রহের আগে রোগাক্রান্ত ফলগুলোকে ফেলে দিচ্ছেন হর্টিকালচার কেন্দ্রের কর্মকর্তা তাপস। কৃষি অফিস এলাকা, রাঙামাটি, ১৪ জুলাই
বাঁশকোঁড়ল বেচাকেনা হচ্ছে ৪০–৭৫ টাকা কেজিতে। বাঁশকোঁড়লের এখন ভরা মৌসুম। প্রতিটি পাহাড়ি বাড়িতেই এটি রান্নার তালিকায় থাকবেই। পোস্ট অফিস এলাকা, রাঙামাটি, ১৪ জুলাই
গত কয়েক দিনের বৃষ্টিতে খাল-বিল, নদী-নালায় পানি জমেছে। এখন নামতে শুরু করেছে সেই পানি। পানিতে ধরা পড়ছে ছোট দেশি মাছ। এক মৎস্যশিকারি ঠেলাজাল দিয়ে মাছ শিকার করছেন। কালাকচুয়া এলাকা, বুড়িচং, কুমিল্লা, ১৪ জুলাই
আমদানি করা গম মোংলা খাদ্য সংরক্ষণ কেন্দ্র সাইলো থেকে খুলনা খাদ্য অধিদপ্তরের গুদামে মজুত করতে কার্গোতে নিয়ে আসা হয়েছে। সেই গম কার্গো থেকে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। ৪ নম্বর ঘাট, খুলনা শহর, ১৪ জুলাই
জমি থেকে কাঁকরোল তুলে পাইকারের কাছে বিক্রি করছেন চাষি। পাইকান এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৪ জুলাই
লাউখেতে পরিচর্যায় ব্যস্ত এক চাষি। ভিকনপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৪ জুলাই
বর্ষার পানিতে মাঠ–ঘাট প্লাবিত হয়েছে। এতে বিপাকে পড়েছেন মুরগির খামারিরা। মুন্সী বাজার, দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৪ জুলাই
গ্রামের মাঠ থেকে সংগ্রহ করে প্রতি আঁটি শাপলা ২০ টাকা বিক্রি করছেন নোয়াগাঁও গ্রামের কৃষক আবদুল হক। অনেকেই শাপলাকে সবজি হিসেবে খেয়ে থাকেন। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ জুলাই