একঝলক (১৮ অক্টোবর ২০২৩)

ডুমুরিয়া থেকে ভ্যানে বাঁশের তৈরি ঝুড়ি নিয়ে যাওয়া হচ্ছে খুলনা শহরে। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ১৮ অক্টোবর
 ছবি: সাদ্দাম হোসেন
খেত থেকে লালশাক তুলছেন এক নারী। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কাজে তাঁর মজুরি ২০০ টাকা করে। বরাতিয়া, ডুমুরিয়া, খুলনা, ১৮ অক্টোবর
কুমিল্লায় তৈরি করা অ্যালুমিনিয়ামের হাঁড়ি বগুড়ায় বিক্রির জন্য আনা হচ্ছে। এসব হাঁড়ি প্রতি কেজি ৫৫০ টাকায় বিক্রি করা হয়। ফুলবাড়ী এলাকা, বগুড়া, ১৮ অক্টোবর
মাছ শিকারের জন্য নৌকায় বসে নদীতে জাল ফেলছেন এক ব্যক্তি। লামাকাজী এলাকা, সুরমা নদী, সিলেট, ১৮ অক্টোবর
প্রধান সড়কে এ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা চলছে হরহামেশাই। ঝুঁকি নিয়ে ওই যানবাহনে চড়ে কাজে যাচ্ছেন নারী-পুরুষের দল। বৈকুণ্ঠপুর এলাকা, রংপুর, ১৮ অক্টোবর
সারা রাত জেগে বিশেষ ধরনের বড়শি দিয়ে মাছ ধরে বাড়িতে ফিরছেন এই দুই শিকারি। শ্যামপুর এলাকা, রংপুর, ১৮ অক্টোবর
মাছ ধরে পরিবারসহ বাড়িতে ফিরছেন এই জেলে। মমিনপুর এলাকা, রংপুর ১৮ অক্টোবর
নিজের খেত থেকে সকালে শীত মৌসুমের ধনেপাতা তুলে বাড়িতে ফিরছেন তিনি। বালাচড়া এলাকা, রংপুর, ১৮ অক্টোবর
নিজের ৯ শতাংশ জমিতে মুলা চাষ করেছেন এই ব্যক্তি। মুলা খেত পরিচর্যায় ব্যস্ত তিনি। কদিন পরেই তা বিক্রির উপযোগী হবে। শোলডুবি এলাকা, কৃষ্ণপুর, সদরপুর, ফরিদপুর, ১৭ অক্টোবর
ঘরের খুঁটি ও সীমানাপ্রাচীর দেওয়ার কাজে সিমেন্টের এই পিলার বেশ জনপ্রিয়। দিন দিন এর চাহিদা বাড়ছে। কারখানায় সিমেন্টের খুঁটি তৈরির পর তা রোদে শুকানো হচ্ছে। দড়ি কৃষ্ণপুর এলাকা, কৃষ্ণপুর, ফরিদপুর, ১৭ অক্টোবর
কুয়াশা থেকে রক্ষা পেতে মাথায় পলিথিন মুড়িয়ে করলা তুলছেন চাষি। জমিতে পাইকারের কাছে বিক্রি করছেন প্রতি কেজি ৭০ টাকা। শাহবাজপুর এলাকা, রংপুর, ১৮ অক্টোবর
ধুলাময় সড়ক। কুষ্টিয়া-পাবনা মহাসড়কটি বেহাল থাকার পর এর সংস্কার শুরু হলেও ধীরগতির কারণে দীর্ঘদিনেও শেষ হচ্ছে না কাজ। বারোমাইল, কুষ্টিয়া-পাবনা মহাসড়ক, কুষ্টিয়া, ১৮ অক্টোবর
মোকামে পাইকারিতে বিক্রির জন্য ছোট-বড় জলপাই আলাদা করছেন কয়েকজন। মহাস্থান মোকাম, শিবগঞ্জ, বগুড়া, ১৮ অক্টোবর
ডিঙিনৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। শহীদ মিনার ঘাট এলাকা, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১৮ অক্টোবর
পাহাড়ে চাষ করা নতুন আদা এসেছে সাপ্তাহিক গ্রামীণ হাটে। চাষি ভ্যানে নিয়ে এসেছেন বিক্রি করতে। ঘাগড়া, কাউখালী, রাঙামাটি, ১৮ অক্টোবর
সুরমা নদীর পানি কমে জেগে উঠতে শুরু করেছে চর। চরের কাছে নৌকা বেঁধে রেখেছেন মৎস্যজীবীরা। লামাকাজী এলাকা, সিলেট, ১৮ অক্টোবর