একঝলক (৭ জানুয়ারি ২০২৫)

শীতের কুয়াশামুক্ত সকালে সাদা মেঘের ভেলা ভেদ করে আলো ছড়াচ্ছে সূর্য। টুকেরবাজার, সিলেট, ৭ জানুয়ারি
 ছবি: আনিস মাহমুদ
সিলেট শহরতলির সুরমা নদী লাগোয়া পুরোনো হাট টুকেরবাজার। টাটকা শাকসবজির জন্য এই হাট বেশ পরিচিত। টুকেরবাজার, সিলেট, ৭ জানুয়ারি
সকালে নৌকা নিয়ে ভৈরব নদে মাছ ধরতে নেমেছেন আশরাফ আলী। দৌলতপুর, খুলনা, ৭ জানুয়ারি
মধু খেতে ফুলে এসেছে রঙিন প্রজাপতি। কাউখালী, রাঙামাটি, ৭ জানুয়ারি
তারে বসে খুনসুটি করছে একজোড়া বুলবুলি। ঘাগড়া কলাবাগান পাড়া, রাঙামাটি, ৭ জানুয়ারি
জমিতে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক। গাংডুবি, ঘিওর, মানিকগঞ্জ, ৭ জানুয়ারি
মাছ শিকারের অপেক্ষায় পানকৌড়ি ও মাছরাঙা। শেখপাড়া, রংপুর, ৭ জানুয়ারি
খেজুরের রস পান করতে হাঁড়িতে বসে আছে কাঠশালিক। বুলবুলিও এগিয়ে আসছে রস খেতে। আড়ংঘাটা, খুলনা, ৭ জানুয়ারি
আলু কিনতে বস্তা নিয়ে গ্রামের পথে পাইকারেরা। ভক্তিপুর, মিঠাপুকুর, রংপুর, ৭ জানুয়ারি
আমন ধানের চারা রোপণের জন্য নিয়ে যাচ্ছেন কৃষক। পানবাড়ি, রংপুর, ৭ জানুয়ারি
বগুড়া থেকে মাটির তৈরি খেলনা নিয়ে এসেছেন মো. সেলিম মিয়া। সড়ক ও বাজারে ঘুরে ঘুরে এসব খেলনা বিক্রি করেন তিনি। প্রতিটি খেলনা বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকায়। লালমাই বাজার, কুমিল্লা, ৭ জানুয়ারি
শুরু হয়েছে বোরো ধানের চারা রোপণের মৌসুম। রোপণের জন্য বীজতলা থেকে ধানের চারা তুলছেন কৃষক মনির হোসেন। বরুড়া, কেশনপাড়, কুমিল্লা, ৭ জানুয়ারি
কম মূল্যে ওএমএসের আটা কিনতে নারীদের দীর্ঘ লাইন। সকাল সাতটা থেকে অপেক্ষা করছেন তাঁরা। ২৪ টাকা দরে পাঁচ কেজি করে আটা কিনতে পারবেন প্রত্যেকে। ওএমএস ডিলার পয়েন্ট, পৌর বাজার, শিবগঞ্জ, বগুড়া, ৭ জানুয়ারি
সারা দিনের কাজ শেষে ঘরে ফিরছেন এক কর্মজীবী। পেছনে আকাশ রাঙিয়ে পাটে নামছে সূর্য। পদ্মাঘাট, পাবনা, ৭ জানুয়ারি
পাবনার চরাঞ্চলে প্রচুর পরিমাণে কলার চাষ হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কলা চলে যায় জেলার বাইরে। কলার পাতা গ্রামাঞ্চলে জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। ঘোড়ার গাড়িতে করে কলাবাগান থেকে সেই পাতা নিয়ে পদ্মার চর পাড়ি দিচ্ছেন এক গাড়োয়ান। পদ্মাঘাট, পাবনা, ৭ জানুয়ারি
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীর বিচাইন্নারছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি বন্য হাতি। সিয়াখালী, বান্দরবান, ৭ জানুয়ারি
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মাইক্রোবাসের পাঁচ আরোহী। আহত হয়েছেন ৩ জন। ঘটনাস্থল থেকে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা নিহত ব্যক্তিদের মরদেহ সরিয়ে নিচ্ছেন। কাফুরা, গেরদা, ফরিদপুর, ৭ জানুয়ারি
অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমানের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৭ জানুয়ারি