একঝলক (২২ আগস্ট ২০২৩)

কুমারদের কাছ থেকে মাটির তৈরি টব কিনেছেন নার্সারির মালিকেরা। সেসব টব ভ্যানে করে নার্সারিতে নেওয়া হচ্ছে। ২২ আগস্ট, মমিনপুর এলাকা, সদর উপজেলা, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
বিক্রির জন্য ফুলের মালা গাঁথছেন জান্নাতি খাতুন। ২২ আগস্ট, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
বরিশাল নগরে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে মশকনিধন, প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালুসহ বিভিন্ন দাবিতে সমাবেশ। এই কর্মসূচির আয়োজক রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এবং বাসদ বরিশাল। ২২ আগস্ট, অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল
কৃষকের কাছ থেকে কেনার পর ক্যারেটে করলা সাজানো হচ্ছে। ২২ আগস্ট, নওহাটা, রাজশাহী
বাড়ি থেকে বের হওয়ার জন্য সড়ক নেই। তাই জমির আল ধরে সাইকেল নিয়ে বের হতে হয়। ২২ আগস্ট, কামদেবপুর এলাকা, সদর উপজেলা, রংপুর
বাঁধাকপির বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। বীজতলায় বেড়ে ওঠা চারায় পানি দিচ্ছেন একজন। ২২ আগস্ট, মাহমুদপুর, বিরামপুর পৌর এলাকা, দিনাজপুর
সকাল মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যেই পরীক্ষাকেন্দ্রে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ২২ আগস্ট, চৌহাট্টা এলাকা, সিলেট
পশুপাখি থেকে গাছ বাঁচাতে ব্যবহার করা হয় এ রকম খাঁচা। ২২ আগস্ট, আড়ংঘাটা, ডুমুরিয়া, খুলনা
বিক্রির জন্য নৌকায় করে হাটে আনা হয়েছে পেয়ারা। ২২ আগস্ট, শতদশকাঠি, ঝালকাঠি
আগুনে পুড়ে গেছে বসতঘর। ধ্বংসস্তূপ থেকে জিনিসপত্র বের করছেন এক নারী। ২২ আগস্ট, জুড়ান মোল্লার পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে লাল–সবুজ সোসাইটির কর্মসূচি। ২২ আগস্ট, চাষাঢ়া প্রেসক্লাবের সামনে, নারায়ণগঞ্জ