একঝলক (১ ফেব্রুয়ারি ২০২৪)

সড়কের গর্তে জমেছে বৃষ্টির পানি। খুলনা-শাহাপুর সড়ক, ঘোনা মাদারডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
শর্ষেখেতের আইলে ফুটবল খেলায় মেতেছে শিশু–কিশোরেরা। আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১ ফেব্রুয়ারি
ছেলেকে নিয়ে ভুট্টাখেতে পানি দিচ্ছেন এক কৃষক। পাঁচগাছিয়া, দাউদকান্দি, কুমিল্লা, ১ ফেব্রুয়ারি
পাইকারি বাজার থেকে পেঁয়াজ, রসুন ও আলু কিনে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন একজন খুচরা বিক্রেতা। কিনব্রিজ এলাকা, সিলেট, ১ ফেব্রুয়ারি
সুরমা নদীয় নৌকা থেকে চলছে মাছ ধরা। চাঁদনী ঘাট, সিলেট, ১ ফেব্রুয়ারি
গাছের ডালে বসে আছে একটি চিল। ঝালোপাড়া এলাকা, সিলেট, ১ ফেব্রুয়ারি
গ্রামে ঘুরে ঘুরে কলা কিনে ফিরছেন এক ব্যবসায়ী। মহিষাবান, গাবতলী, বগুড়া, ১ ফেব্রুয়ারি
খেতে কাজ করছেন কৃষকেরা। মাথার ওপর ঝাঁকবেঁধে উড়ছে পাখি। মহিষাবান, গাবতলী, বগুড়া, ১ ফেব্রুয়ারি
ধান রোপণের জন্য জমি তৈরি করা হচ্ছে। সার ছিটিয়ে দিচ্ছেন এক কৃষক। সোনাকানিয়া, গাবতলী, বগুড়া, ১ ফেব্রুয়ারি
পেঁয়াজের খেতে নিরানি দিচ্ছেন দুই কিষানি। চাপখণ্ড, তালমা, ফরিদপুর, ৩১ জানুয়ারি
শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ উপলক্ষে ককশিট দিয়ে তৈরি বর্ণমালা হাতে মিছিল করে সম্মিলিত নাট্য পরিষদ। কিনব্রিজ এলাকা, সিলেট, ১ ফেব্রুয়ারি
ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। পণ্য কিনতে দোকানের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা। কাপ্তানবাজার এলাকা, কুমিল্লা, ১ ফেব্রুয়ারি
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আসন্ন। সরস্বতীর প্রতিমা তৈরি শেষে রং দিয়ে অবয়ব ফুটিয়ে তুলতে ব্যস্ত শিল্পী জয়ন্তী রানী পাল। দক্ষিণ মমিনপুর এলাকা, রংপুর, ১ ফেব্রুয়ারি
সকালের ঝলমলে আলোয় বোরো ধানের চারা রোপণে ব্যস্ত এক কৃষক। মমিনপুর এলাকা, রংপুর, ১ ফেব্রুয়ারি
বিদ্যালয়ে যাচ্ছে একদল খুদে শিক্ষার্থী। শৈত্যপ্রবাহের কারণে কয়েক দফায় প্রাথমিক বিদ্যালয়গুলোয় পাঠদান বন্ধ ছিল। এখন শীত কমে আসায় আজ বৃহস্পতিবার আবার পাঠদান শুরু হয়েছে। মুন্সিরহাট এলাকা, রংপুর, ১ ফেব্রুয়ারি
মই ও জোয়াল কাঁধে দুটি গরু নিয়ে সকালে জমিতে যাচ্ছেন কৃষক। পানবাজার এলাকা, রংপুর, ১ ফেব্রুয়ারি
ঘেরের পারে মাছরাঙা পাখি। ঘোনা মাদারডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১ ফেব্রুয়ারি
শীতের সকালে ইট ভেঙে খোয়া তৈরি করছেন দিনমজুরেরা। মালঞ্চি বাজার, পাবনা, ১ ফেব্রুয়ারি
গবাদিপশুর খাবারের জন্য বাড়ির উঠানে ধানের খর কাটছেন গৃহবধূ। ইজার দুর্গাপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১ ফেব্রুয়ারি
মন্দিরের সামনে মাটির তৈরি তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কালিতলা হাট, বগুড়া, ১ ফেব্রুয়ারি
বাড়ির পাশের খেত থেকে মেয়েসহ শাক তুলছেন গৃহবধূ। চর দুর্গাপুর, ঈশান গোপালপুর, ফরিদপুর, ১ ফেব্রুয়ারি