খেতে ভুট্টার পাশাপাশি লালশাক বুনেছেন এক কৃষক। সেখানে আগাছা পরিষ্কারের কাজ করছেন তিনি। চক ক্যাতুলী গ্রাম, গাবতলী, বগুড়া, ৪ ডিসেম্বর
আলুখেতে পানি দিতে সাইকেলে চেপে সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন কৃষক দম্পতি। শাল্টিবাজার এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৪ ডিসেম্বর
বিজ্ঞাপন
বিশাল আকারের গাছটি কাটার জন্য টেনে নিয়ে যাচ্ছেন করাতকলের শ্রমিকেরা। গাবতলী এলাকা, কুমিল্লা, ৪ ডিসেম্বর
বিজ্ঞাপন
ধান কাটা শেষে খেতে হাঁসের ঝাঁক ছেড়ে দিয়েছেন খামারি লাবলু মিয়া। এখানে পড়ে থাকা ধান ও কীটপতঙ্গ খাবে হাঁসগুলো। দেড়হালিয়া এলাকা, রংপুর, ৪ ডিসেম্বরখেত থেকে শিম তুলছেন এক নারী। পাইকারি বাজারে প্রতি কেজি শিম বিক্রি হয় ৩০ টাকায়। রানীপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৪ ডিসেম্বরনৌকার সঙ্গে সুপারিগাছ বেঁধে আড়িয়াল খাঁ পাড়ি দিচ্ছেন দুই ব্যক্তি। এই সুপারিগাছ দিয়ে খালের ওপর সাঁকো বানানো হবে। আরজিকালিকাপুর, বাবুগঞ্জ, বরিশাল, ৪ ডিসেম্বর৪০ শতাংশ জমিতে বেগুন আবাদ করেছেন কৃষক মোকছেদ আলী। খেতে পোকা আক্রমণ করায় আক্রান্ত গাছ তুলে ফেলছেন তিনি। মধ্যকাতুলী গ্রাম, গাবতলী, বগুড়া, ৪ ডিসেম্বরগাজরখেতে নিড়ানি দিচ্ছেন একদল কৃষক। বোয়ালমারী মাঠ, গাবতলী, বগুড়া, ৪ ডিসেম্বরধান কাটার পর জমিতে থাকা নাড়া ওঠাচ্ছেন এক নারী। পরে তা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৪ ডিসেম্বরপথের ধারে নিচু জমির পানি শুকিয়ে গেছে। সেখানে মাছ ধরছে শিশুরা। বোয়ালমারী মাঠ, গাবতলী, বগুড়া, ৪ ডিসেম্বরবিভিন্ন এলাকায় চলছে শেষ মুহূর্তে আমন ধান কাটার কাজ। হাওরে একসঙ্গে ধান কাটছেন কৃষকেরা। উফতার হাওর এলাকা, সিলেট, ৪ ডিসেম্বর হরেক রকমের বিন্নি চাল, যব ও কাউন চাল বিক্রি করতে সড়কের পাশে পসরা সাজিয়ে বসেছেন জুমচাষি এক পাহাড়ি নারী। সাপছড়ি যৌথ খামারপাড়া এলাকা, রাঙামাটি, ৪ ডিসেম্বর বাড়ির পাশে ধান শুকাচ্ছেন এক নারী। বাইশটিলা গ্রাম , সিলেট, ৪ ডিসেম্বর পাকা ধান নিয়ে বাড়ি ফিরছেন দুই কৃষক। দক্ষিণ বিজয়পুর এলাকা, কুমিল্লা, ৪ ডিসেম্বর হাওরের হাঁটুপানিতে নেমে জাল দিয়ে মাছ শিকারে নেমেছে এক কিশোর। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ৪ ডিসেম্বর বালুর স্তূপে বেলচা হাতে কাজে ব্যস্ত এক শ্রমিক। সারা দিন কাজ শেষে মজুরি পাবেন ৭৫০ টাকা। বাউয়ারকান্দি গ্রাম, সিলেট, ৪ ডিসেম্বর আসছে শীত মৌসুমে আগুন পোহানোর জন্য জমি থেকে ধানের গোড়া কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। স্থানীয় ভাষায় এটি নাড়া নামে পরিচিত। কামদেবপুর এলাকা, রংপুর, ৪ ডিসেম্বরসকালে বাগানে চা-পাতা তোলার কাজে ব্যস্ত এক নারী শ্রমিক। মালনীছড়া চা-বাগান, সিলেট, ৪ ডিসেম্বর কুমড়াখেতে আগাছা পরিষ্কার করতে নিড়ানি দিচ্ছেন দুই কৃষক। নঈমউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকা, চর মাধবদিয়া ফরিদপুর, ৪ ডিসেম্বর রান্নার জন্য মাঠ থেকে জ্বালানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক বৃদ্ধা। চর কৃষ্ণপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৪ ডিসেম্বর বোরো মৌসুম সামনে রেখে ধানের চারা উৎপাদনের জন্য বীজতলায় বীজধান ছিটাচ্ছেন কৃষক। মদনখালী এলাকা, ডিগ্রিচর , ফরিদপুর, ৪ ডিসেম্বর লাউ কিনে ঢাকায় পাঠানোর জন্য স্তূপ করে রেখেছেন পাইকার। একটি লাউ আকারভেদে চাষিদের কাছ থেকে ১৮ থেকে ২৪ টাকায় কেনা হয়েছে। বাড়ৈপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৪ ডিসেম্বর মুলার দাম কমে গেছে। চাষিদের কাছ থেকে পাইকারেরা প্রতি কেজি কিনছেন মাত্র এক টাকায়। মুলা তুলে ঢাকায় নেওয়ার জন্য ধুয়ে শুকাতে দিচ্ছেন শ্রমিকেরা। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৪ ডিসেম্বরকৃষকেরা মাঠের কাজ শেষে শর্ষেখেতের আলপথ ধরে বাড়ি ফিরছেন। জমাদ্দার ডাঙ্গী এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ৪ ডিসেম্বর নিজের বাগান থেকে কলার কাঁদি সংগ্রহ করে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি নারী। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি যৌথ খামারপাড়া এলাকা, রাঙামাটি, ৪ ডিসেম্বর