মধুপূর্ণিমা উদ্যাপনে রাজবন বিহার থেকে ধর্মীয় অনুষ্ঠানস্থলে যাচ্ছেন বৌদ্ধধর্মাবলম্বীরা। রাজবন বিহার, রাঙামাটি, ১৮ সেপ্টেম্বর
কচুরিপানার কারণে নৌপথে চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে। ঘণ্টার পর ঘণ্টা কচুরিপানায় আটকে থাকছে জলযান। তবলছড়ি, রাঙামাটি, ১৮ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
ঝোপঝাড়, বনবাধার, গাছে থাকা পিঁপড়ার বাসা থেকে ডিম সংগ্রহে বেরিয়েছেন দুই মৎস্যশিকারি। তাঁরা বড়শি দিয়ে মাছ ধরতে আধার হিসেবে এই পিঁপড়ার ডিম ব্যবহার করেন। চর নসিপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১৭ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
বন্যার পানি কমতে শুরু করেছে। এ সময় জলাশয়ে মাছ ধরতে নেমেছেন এক ব্যক্তি। সাওড়াতলি, কুমিল্লা, ১৮ সেপ্টেম্বরনারিকেল বিক্রির জন্য নোয়াখালীর সোনাপুর থেকে কুমিল্লা নগরে এসেছেন মাইন উদ্দিন মিয়া। করভবন, কুমিল্লা, ১৮ সেপ্টেম্বরপথের ধারে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে দুচালা টিনের ঘর। এই ঘরে অনেকে হাঁস-মুরগি লালন-পালন করেন। ধুনট, বগুড়া, ১৮ সেপ্টেম্বরচাতালে ধানের তুষ শুকাচ্ছেন তিন নারী শ্রমিক। তুষ শুকিয়ে তা বিক্রি করা হবে। গোসাইবাড়ি, ধুনট, বগুড়া, ১৮ সেপ্টেম্বরমহাসড়কে চলছে নিষিদ্ধ যানবাহন। পাটবোঝাই করে ঝুঁকি নিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চলছে যানবাহনটি। কাউনিয়া, রংপুর, ১৮ সেপ্টেম্বরশিকারের অপেক্ষায় বিলের ধারের গাছের ডালে বসে আছে চিল। দক্ষিণ সুরমার পারাইরচর, সিলেট, ১৮ সেপ্টেম্বরচাতালে তেজপাতা শুকানো হচ্ছে। কাউনিয়া, রংপুর, ১৮ সেপ্টেম্বরপুরোনো পাটের বস্তা ব্যবহার উপযোগী করা জন্য সেলাই করছেন শ্রমিক। শেরপুর, বগুড়া, ১৮ সেপ্টেম্বর মাটির তৈরি হরেক জিনিসপত্রের পসরা সাজিয়েছেন ফুটপাতের ব্যবসায়ী। টেলিফোন ভবনের সামনের সড়ক, কাচারিবাজার, রংপুর, ১৮ সেপ্টেম্বরগাছজুড়ে কাঁচা-পাকা ডুমুর ফল। খালোমুখ, দক্ষিণ সুরমা, সিলেট, ১৮ সেপ্টেম্বর